পশ্চিম লন্ডনে ‘দি মিটারী’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৫, ১০:৫৪:৪১ অপরাহ্ন
মিসবাহ জামাল, লন্ডন: ব্রিটেনের প্রবাসী বাঙালি কমিউনিটির একদল প্রতিষ্ঠিত ব্যবসায়ীর উদ্যোগে পশ্চিম লন্ডনের এজওয়্যার রোডে নতুন রেস্টুরেন্ট ‘দি মিটারী’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) বিকেলে বর্ণাঢ্য আয়োজনে রেস্টুরেন্টটির উদ্বোধন হয়।
রেস্টুরেন্টের পার্টনারদের মধ্যে অতিথিদের স্বাগত জানান শাহেদ আহমদ, মোঃ দেলোয়ার হোসেন, মুজিবুর রহমান, শামিম আহমেদ এবং আবু আহমেদ সারোয়ার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের এমপি রুশনারা আলী।
অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক লিডার হেলাল আব্বাস, কাউন্সিলার রিতা বেগম, কাউন্সিলার ফারুক আহমেদ, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও ও টিভির ফাউন্ডার এবং এলবি২৪-এর হেড অব নিউজ মিছবাহ জামাল, এটিএন বাংলা ইউকের ম্যানেজিং ডিরেক্টর হাফিজ আলম বকস, টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র দরস উল্লাহ, বাংলাদেশ সেন্টারের ভাইস চেয়ারম্যান ও বিবিসিএ প্রেসিডেন্ট তোফাজ্জল মিয়া, জনমতের ডিরেক্টর আতিক চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর আমিরুল চৌধুরী, কুশিয়ারা গ্রুপের চেয়ারম্যান হারুন মিয়া, অনুপম নিউজ টোয়েন্টিফোর সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী, বাংলাদেশ সেন্টারের ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ, জয়েন্ট সেক্রেটারি বেবুল আহমেদ, সাংবাদিক আ স ম মাসুম, সাংবাদিক এম এ কাইয়ুম, সাংবাদিক আব্দুল হান্নান, সাংবাদিক জাকির হোসেন কয়েস, আমিনা আলি, সাংবাদিক ফয়সাল মাহমুদ, সাংবাদিক খালেদ মাসুদ রনি, সাংবাদিক কামরুল হাসান রাসেল, হাওয়া টিভির রুমানা আনম, এবং ব্যবসায়ী ফারুক মিয়া, জামাল উদ্দিন, বাবুল মিয়া প্রমুখ।
অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, ‘দি মিটায়ারী’ মানসম্মত খাবার পরিবেশন ও উৎকৃষ্ট কাস্টমার সার্ভিসের মাধ্যমে লন্ডনের বাঙালি কমিউনিটির কাছে দ্রুত জনপ্রিয়তা অর্জন করবে।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানান, তাঁদের লক্ষ্য সুস্বাদু খাবার পরিবেশনের পাশাপাশি গ্রাহকদের যেকোনো সামাজিক বা পারিবারিক ইভেন্টের আয়োজনের সুযোগ করে দেওয়া।
কাস্টমারদের জন্য থাকছে উদ্বোধনী অফার ১০-২০ নভেম্বর পর্যন্ত ২০% ডিসকাউন্ট।
অনুষ্ঠানের শেষে ব্যবসার সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন সানরাইজ স্পেকট্রাম পিস হোমের চেয়ারপার্সন আব্দুল মুহিত চৌধুরী।



