এম. এ. মালিক ও কয়ছর এম. আহমদের দলীয় মনোনয়ন পাওয়ায় নটিংহাম বিএনপিতে আনন্দের জোয়ার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৫, ৯:২৫:০৫ অপরাহ্ন
লন্ডন অফিস:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুক্তরাজ্য শাখার সভাপতি এম. এ. মালিক এবং সাধারণ সম্পাদক কয়ছর এম. আহমদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যথাক্রমে সিলেট–৩ ও সুনামগঞ্জ–৩ আসনে দলীয় মনোনয়ন লাভ করেছেন। তাঁদের এই মনোনয়ন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৃষ্টি করেছে এক গভীর আনন্দ, গর্ব ও উচ্ছ্বাসের পরিবেশ।
গতকাল শনিবার সন্ধ্যায় স্থানীয় এক ক্যাফেতে অনুষ্ঠিত হয় নটিংহাম জাতীয়তাবাদী পরিবারের এক সংক্ষিপ্ত সভা। সেখানে এই ঐতিহাসিক মনোনয়ন উপলক্ষে আনন্দঘন মিষ্টিমুখের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রস্তাবিত সভাপতি এস. আর. কামাল চৌধুরী। উপস্থিত ছিলেন প্রস্তাবিত সিনিয়র সহসভাপতি শেখ নুনু মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল আনোয়ার, ইতালি–জেনেভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নেকবর আহমদ, এবং নটিংহাম বিএনপির অন্যান্য প্রবাসী নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন— ড. ফয়ছল আহমেদ, সিনিয়র বিএনপি নেতা মাসুম রানা, আকাশ আহমেদ, আশিকুর রহমান, আশফাকুল ইসলাম, নাজমুন নাহার, আফছানা আক্তার, হাসান ইমাম, মেহেদী রানা, মোশাররফ হোসেন, আসিফ সেলিম প্রমুখ। সবাই মিলেই আনন্দ, আশা ও ঐক্যের এক উজ্জ্বল পরিবেশ সৃষ্টি করেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, এম. এ. মালিক ও কয়ছর এম. আহমদ শুধু প্রবাসের সংগঠক নন—তাঁরা গণতন্ত্র ও ন্যায়বিচারের অবিচল প্রতীক। যুক্তরাজ্যের রাজপথে তাঁরা গণতন্ত্রকামী প্রবাসীদের সাহস ও সংগ্রামের মুখপাত্র হয়ে উঠেছেন।
বক্তারা স্মরণ করেন—ব্রিটিশ পার্লামেন্ট, ডাউনিং স্ট্রিট, ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস, ইউরোপিয়ান পার্লামেন্ট কিংবা বিবিসির সামনে, কঠোর শীত, প্রখর রৌদ্র কিংবা গভীর রাতের ক্লান্তি উপেক্ষা করে তাঁরা অবিচল থেকেছেন স্বৈরাচারের বিরুদ্ধে এক নির্ভীক কণ্ঠস্বর হয়ে।
সবশেষে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, এম. এ. মালিক ও কয়ছর এম. আহমদ ধানের শীষের বিজয়ের প্রতীক হয়ে উঠবেন। তাঁদের বিজয়ের লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
পাশাপাশি সভায় উপস্থিত নেতৃবৃন্দ হবিগঞ্জ–০১ আসনে সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়াকে দলীয় মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।



