ক্যামব্রিজে এনসিপি ইউকে অ্যালায়েন্স ইস্ট অব ইংল্যান্ডের সাধারণ সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৫, ২:০১:১৩ অপরাহ্ন
ফজলুল হক, লন্ডন: ক্যামব্রিজের স্থানীয় একটি ব্যানকুইটিং হলে এনসিপি ইউকে অ্যালায়েন্স ইস্ট অব ইংল্যান্ডের উদ্যোগে এক প্রাণবন্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আল-আমিন আহমেদ। সভায় প্রধান অতিথি ছিলেন এনসিপি ইউকে অ্যালায়েন্সের সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনায়েদ।
সভায় সভাপতিত্ব করেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব আব্দুল মতিন জব্বার। তিনি প্রবাসী সমাজে ঐক্য, সচেতনতা ও রাজনৈতিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে এনসিপির অগ্রগতি কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাইমুল ইসলাম, আর পুরো আয়োজন সফলভাবে সম্পন্ন করেন জাকির চৌধুরী।
এতে উদ্বোধনী বক্তব্য রাখেন এনসিপি ইউকে অ্যালায়েন্সের সদস্য এমডি মাকসুদুল হক শাকুর।
এছাড়া স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ নূর হাসান আরকো, আকরামুল হোসেন, মামুনুর রশিদ, আমিন সাঈদ দুলাল ও সাহানা আক্তার (সদস্য, এনসিপি ইউকে অ্যালায়েন্স) বক্তব্য রাখেন।
অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য দেন ডা. ইমা ইসলাম (সমন্বয়ক, এনসিপি ইউকে অ্যালায়েন্স), এহতেশাম হক (কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, এনসিপি ও সাংগঠনিক সম্পাদক, এনসিপি সিলেট বিভাগ), এবং এমডি এম. এ. হিমেল (সদস্য, এনসিপি ইউকে)।
সমাপনী বক্তব্যে জাকির চৌধুরী যুক্তরাজ্যে এনসিপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। তারা এনসিপির সঙ্গে একাত্মতা প্রকাশ করে যুক্তরাজ্যে দলের কার্যক্রম আরও সম্প্রসারণের অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় বক্তারা বলেন, “বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন ও গণতান্ত্রিক পুনর্জাগরণের লক্ষ্যে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপি জনগণের প্রত্যাশা পূরণে এগিয়ে আসছে।”



