ইউক্রেনের আরও ভেতরে যাচ্ছে রুশ বাহিনী, প্রায় বাংলাদেশের সমান ভূখণ্ড রাশিয়ার দখলে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৫, ৮:৫৬:২৮ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব ইউক্রেনের কৌশলগত শহর পোকরোভস্কে রুশ সেনারা আরও অগ্রসর হয়েছে বলে জানিয়েছে মস্কো। তবে ইউক্রেন বলছে, তাদের প্রতিরক্ষাবাহিনী এখনও শহরটি ধরে রেখেছে এবং রুশ বাহিনীর অগ্রযাত্রা ঠেকিয়ে রেখেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছে বার্তা সংস্থা রয়টার্স।
রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় ১ লাখ ১৪ হাজার ৫০০ বর্গকিমি ভূখণ্ড দখল করে আছে, যা দেশের মোট এলাকার প্রায় এক-পঞ্চমাংশ। সক্রিয় যুদ্ধরেখা খারকিভ, লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া ও খেরসনজুড়ে প্রায় ১,০০০ কিমি বিস্তৃত।
প্রতিবেদনে বলা হয়, সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের সেনারা পোকরোভস্কের রেলওয়ে স্টেশন ও শিল্পাঞ্চলের কাছে ঘেরাও অবস্থায় থাকা ইউক্রেনীয় ইউনিটগুলোকে ধ্বংস করছে। এছাড়া তারা শহরের প্রিগোরোডনি এলাকায় প্রবেশ করে সেখানে ঘাঁটি তৈরি করছে।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, পোকরোভস্কের নিকটবর্তী ডোব্রোপিলিয়া শহরে ব্যাপক সেনা মোতায়েন করছে রাশিয়া। যদিও ইউক্রেনীয় বাহিনী এর আগে ওই এলাকায় সফল পাল্টা আক্রমণ চালিয়েছিল, তবুও বর্তমানে পরিস্থিতি জটিল ও ভয়াবহ হয়ে উঠেছে বলে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন—
♦ নতুন ৮ পারমাণবিক স্থাপনা নির্মাণ করতে যাচ্ছে ইরান মিত্রদের সহায়তায়
♦ ইরানের তৈরি সিমোর্গ কার্গো বিমানের যে বিশেষত্ব দেখে বিশ্ব অবাক
জেলেনস্কি আরও বলেন, ‘রুশ বাহিনী গত ২৪ ঘণ্টায় কোনো উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারেনি, যদিও শহরটি এখনও তীব্র চাপের মুখে রয়েছে। প্রায় ৩০০ রুশ সেনা এখনো শহরের ভেতরে লড়াই চালিয়ে যাচ্ছে।’
ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্ডার সিরস্কি জানান, ইউক্রেনীয় বাহিনী ডোব্রোপিলিয়ার দিকে চাপ বাড়িয়েছে, যাতে রুশ সেনারা তাদের মনোযোগ পোকরোভস্ক থেকে সরিয়ে নিতে বাধ্য হয়। তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, তারা স্বাধীনভাবে যুদ্ধক্ষেত্রের তথ্য যাচাই করতে পারেনি।
ইউক্রেনীয় সামরিক সূত্র বলছে, রুশ সেনারা পাঁচজেনের ছোট ছোট দল নিয়ে আক্রমণ চালাচ্ছে এবং তারা কোনো সাঁজোয়া যান ব্যবহার করছে না। তারা দাবি করে, রাশিয়া এখনও পোকরোভস্কের কোনো জেলা সম্পূর্ণ দখল করতে পারেনি। ইউক্রেনের সপ্তম র্যাপিড রেসপন্স কর্পস জানিয়েছে, রডিনস্কের দিক থেকে সরবরাহপথ বিচ্ছিন্ন করার রুশ প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে তাদের বাহিনী।
যুদ্ধপূর্ব সময়ে পোকরোভস্কের জনসংখ্যা ছিল প্রায় ৬০ হাজার, তবে এখন শহরটি প্রায় পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। আর অধিকাংশ বেসামরিক মানুষ অনেক আগেই পালিয়ে গেছে। এটি দখল করলে মস্কো ক্রোমাটোরস্ক এবং স্লোভিয়ানস্কের দিকে এগিয়ে যাওয়ার জন্য বড় সুযোগ পাবে। এই দুটি অঞ্চল দোনেৎস্কের বৃহত্তম ইউক্রেনীয়-নিয়ন্ত্রিত শহর যা রাশিয়া সম্পূর্ণরূপে দখল করতে চায়।
চতুর্থ বছরে প্রবেশেও স্থবির শান্তি আলোচনা
যদি পোকরোভস্ক পতন ঘটে, তবে এটি ২০২৪ সালের শুরুর দিকে আভদিভকার পতনের পর রাশিয়ার সবচেয়ে বড় সাফল্য হবে। তিন বছর আট মাস ধরে চলা যুদ্ধ এখনো তীব্রভাবে চলছে এবং ধীর গতিতে হলেও এক হাজার কিলোমিটারজুড়ে ফ্রন্টলাইনে অগ্রগতি দাবি করছে রাশিয়া।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের অবসান ঘটাতে উদ্যোগ নিলেও গত জুলাইয়ের পর থেকে কোনো মুখোমুখি শান্তি আলোচনা হয়নি দেশদুটির মধ্যে। কিয়েভ বলছে, যুদ্ধ এখন কার্যত অচলাবস্থায় আছে, আর রাশিয়ার অগ্রগতি নগণ্য। তবে মস্কো দাবি করছে, তারা এখনও কৌশলগত সাফল্য অর্জন করছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী ইউক্রেনের একটি সামরিক বিমানঘাঁটি, অস্ত্র মেরামত কেন্দ্র, সামরিক শিল্প কারখানা এবং সংশ্লিষ্ট গ্যাস অবকাঠামোতে রাতভর ভারী হামলা চালিয়েছে। এছাড়া রুশ বাহিনী পূর্বাঞ্চলের আরেকটি শহর কুপিয়ানস্কের কাছে আক্রমণ চালিয়ে ওস্কোল নদীর বাম তীরের চারটি সুরক্ষিত অবস্থান থেকে সরিয়ে দিয়েছে ইউক্রেনীয় সেনাদের।




