ঢাকায় হিরো আলমের প্রতিদ্বন্দ্বী আন্দালিব রহমান পার্থ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৫, ৭:২৪:১৮ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম (হিরো আলম)।
এবার তিনি রাজধানীর ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী হবেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
হিরো আলম জানিয়েছেন, এবারও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই মাঠে নামবেন। তবে কয়েকটি রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ করছে। তিনি বলেন, “বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা চলছে।
এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। যদি মত ও লক্ষ্যে মিল পাই, কোনো দলে যোগ দিতে পারি; অন্যথায় স্বাধীন প্রার্থী হিসেবেই নির্বাচন করব।”
প্রার্থিতা নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে হিরো আলম বলেন, “নির্বাচন আমার কাছে কেবল জয়-পরাজয়ের বিষয় নয়—এটা প্রতিবাদের মাধ্যমও। আমি যেমন আগে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে কথা বলেছি, এবারও বলব।




