লন্ডনে অনুষ্ঠিত হলো ১৬তম বংলা বইমেলা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৫, ১২:১৮:৫২ অপরাহ্ন
লন্ডন অফিস: পূর্ব লন্ডনের রমফোর্ডের মেফেয়ার ভেনুতে রোববার বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ১৬তম লন্ডন বংলা বইমেলা। লন্ডন বংলা বইমেলা সমন্বয় কমিটির আয়োজনে দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন নিউহাম কাউন্সিলের কাউন্সিলর রহিমা রহমান এবং টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাংস্কৃতিক বিষয়ক কেবিনেট মেম্বার কামরুল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উদীচীর সভাপতি গোলাম মোস্তফা, সমন্বয় কমিটির সদস্য সচিব মিসবাহ জামাল, যুগ্ম সমন্বয়ক মুজিবুল হক মণি এবং উদীচীর সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান তরফদার।
দিনব্যাপী আয়োজনে ছিল বিভিন্ন প্রকাশনার বইয়ের স্টল, বাঙালি খাবার, শাড়ি-চুড়ি, শিশুদের পুতুল ও নানান সাংস্কৃতিক প্রদর্শনী। উদ্বোধনের পর উদীচী স্কুলের শিশুদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। বিকেলে কবি গোলাম কবিরের সভাপতিত্বে স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তির আয়োজন অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় উদীচী যুক্তরাজ্যের পরিবেশনার পর মঞ্চে আসন গ্রহণ করেন প্রধান অতিথি হাউস অফ লর্ডসের সদস্য বেরোনেস পলা মঞ্জিলা উদ্দিন। এরপর পশ্চিমবঙ্গের প্রখ্যাত কণ্ঠশিল্পী মৌসুমী ভৌমিকের মনোমুগ্ধকর পরিবেশনা শুরু হয়।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন, যিনি তাঁর সমৃদ্ধ সংগীতজীবনের নির্বাচিত গান পরিবেশন করে দুই ঘণ্টা ধরে দর্শকদের মাতিয়ে রাখেন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শম্পা রেজা, সুপ্রভা সিদ্দিক, কিশোয়ার মুনিয়া এবং নিশিথ খুসবু।
শেষে বইমেলা সমন্বয় কমিটির পক্ষ থেকে সাবিনা ইয়াসমিন ও মৌসুমী ভৌমিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন উদীচীর সভাপতি গোলাম মোস্তফা এবং সদস্য সচিব মিসবাহ জামাল।


