বিশিষ্ট শিক্ষানুরাগী মোশারফ হোসেন খান চৌধুরীকে সংবর্ধনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৫, ৭:৩১:০৫ অপরাহ্ন
হাকিকুল ইসলাম খোকন: প্রবাসী বাংলাদেশি ফোরাম ইউএসএ-এর উদ্যোগে গত ১৮ অক্টোবর ২০২৫, শনিবার বিকেল ৬টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে বাংলাদেশে শিক্ষা বিস্তারে বিশেষ অবদান ও সমাজসেবায় নিরলসভাবে অনন্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ নিউইয়র্ক প্রবাসী মোশারফ হোসেন খান চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী বাংলাদেশি ফোরাম ইউএসএ-এর আহ্বায়ক, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও মূলধারার রাজনীতিক ফখরুল আলম।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা ও সঞ্চালনা করেন সদস্য সচিব শামসুউদ্দীন আহমেদ শামীম এবং বিশিষ্ট সমাজসেবক আহসান হারুন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, জাতিসংঘের সাবেক অফিসার, লেখক ও কলামিস্ট হাসান ফেরদৌস, কমিউনিটি লিডার কাজী আশরাফ হোসেন নয়ন, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর ইসলাম সরকার, রাজনীতিবিদ আব্দুস সবুর, ব্রাহ্মণপাড়া বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, হেডমাস্টার শাহ আলম, সাবেক চেয়ারম্যান ও সমাজসেবক তাজুল ইসলাম,
বাপসনিউজ সম্পাদক, মূলধারার রাজনীতিক ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, বিশিষ্ট সমাজসেবক আজহারুল হক মিলন, মিসেস হাসান ফেরদৌস, কমিউনিটি লিডার কাজী শাখাওয়াত হোসেন আজম, প্রবাস পত্রিকার সম্পাদক মো. সাঈদ, অধ্যাপক মনির হোসেন, বৃহত্তর কুমিল্লা সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. ইউনুছ সরকার, সমাজসেবক সোহরাব খান চৌধুরী, সাধারণ সম্পাদক এ. সিদ্দিক পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ দুলাল, রাজনীতিবিদ গাজী গোলাম আজম বাদল, সমাজসেবক নাদির সরকার, আবুল হাসেম, হালিম মুন্সী, আব্দুল লতিফ, রাজনীতিবিদ হাবিব খান চৌধুরী, উপ-আকুন্ড ফারহানা রুমা, সমাজসেবক এমরান সরকার, কেনু খান এবং সামান্থা সবুর প্রমুখ।
উপস্থিত ছিলেন জনমভূমি সম্পাদক রতন তালুকদার, বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, ইন্ডিপেন্ডেন্স টেলিভিশনের নিউইয়র্ক প্রতিনিধি মো. সুলায়মান, সাংবাদিক সিরাজুল ইসলাম, দেশ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক শাখাওয়াত হোসেন সেলিম, অ্যাডভোকেট রফিকুল ইসলাম ফিরোজ, সমাজসেবক শামসুন্নাহার মনু, ফেরদৌস খান চৌধুরী, ফরহাদ তালুকদার ও মোহাম্মদ বায়েজিদ ভূঁইয়া প্রমুখ।
প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে শিক্ষা ও সমাজসেবার ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালনকারী নিউইয়র্ক প্রবাসী মোশারফ হোসেন খান চৌধুরীর সংবর্ধনার এই উদ্যোগের জন্য সবাই আয়োজকদের ধন্যবাদ জানান।
প্রবাসী বাংলাদেশি ফোরাম ইউএসএ-এর আহ্বায়ক ফখরুল আলম বলেন, “বাংলাদেশে শিক্ষা বিস্তারে বিশেষ অবদান এবং সমাজসেবার ক্ষেত্রে নিরলস পরিশ্রমের মাধ্যমে অনন্য ভূমিকা রাখার জন্য মোশারফ হোসেন খান চৌধুরীকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। তিনি একজন বিশিষ্ট শিক্ষানুরাগী হিসেবে পরিচিত এবং প্রবাস জীবনের পাশাপাশি মাতৃভূমির উন্নয়নে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন।”
তিনি আরও বলেন, “এই সংবর্ধনা কেবল একজন ব্যক্তির সম্মান নয়, বরং প্রবাসী সম্প্রদায়ের শিক্ষা ও সমাজসেবার প্রতি অঙ্গীকারের প্রতীক। সকলে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল করেছেন— এজন্য সবাইকে ধন্যবাদ।”
সদস্য সচিব শামসুউদ্দীন আহমেদ শামীম বলেন, “মোশারফ হোসেন খান চৌধুরীর মতো ব্যক্তিত্বের অবদান আমাদের সকলকে অনুপ্রাণিত করে। আজকের এই অনুষ্ঠানে যোগ দিয়ে আমরা সেই অনুপ্রেরণাকে আরও গভীর করেছি।”
প্রবাসী বাংলাদেশি ফোরাম ইউএসএ নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে সাংস্কৃতিক, সামাজিক এবং শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে ঐক্য ও সহযোগিতার বন্ধন দৃঢ় করছে। এই সংবর্ধনা অনুষ্ঠানটি সেই ধারাবাহিকতারই একটি অংশ।




