গণহত্যার প্রতিবাদে লন্ডনে বেলুচিস্তান ন্যাশনাল মুভমেন্টের বিক্ষোভ র্যালি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৫, ১২:০৭:৪৩ অপরাহ্ন
মতিয়ার চৌধুরী, লন্ডন থেকে:
পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর হাতে বেলুচিস্তানে সংঘটিত গণহত্যা, ধর্ষণ, নির্বিচারে গ্রেফতার এবং সাম্প্রতিক বিমান হামলায় ছয়জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যুক্তরাজ্যে বসবাসরত বেলুচ ডায়াসপোরা কমিউনিটির শত শত নারী, পুরুষ ও শিশু অংশ নেন এ কর্মসূচিতে। বেলুচিস্তান ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম)-এর ব্যানারে আয়োজিত এ প্রতিবাদ কর্মসূচি লন্ডনের তিনটি স্থানে অনুষ্ঠিত হয়।
সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ট্রাফালগার স্কয়ারে ন্যাশনাল গ্যালারির সামনে, দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (FCDO) সামনে, এবং বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত পার্লামেন্ট স্কয়ারে ধারাবাহিকভাবে এসব সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, গত ৫ অক্টোবর পাকিস্তান সেনাবাহিনী হেলিকপ্টার থেকে বোমা নিক্ষেপ করে ছয়জন বেসামরিক নাগরিককে হত্যা করে, যাদের মধ্যে চারজনই শিশু। ওইদিন চারাইসহ বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় আকস্মিক বিমান হামলায় বহু মানুষ আহত হন।
সমাবেশে বক্তারা ব্রিটিশ সরকার, জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান—পাকিস্তানের রাষ্ট্রীয় সন্ত্রাস ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে এবং গণহত্যার দায়ে জড়িতদের বিচারের আওতায় আনতে। তারা পাকিস্তান সরকারের প্রতি সকল ধরনের সামরিক ও অর্থনৈতিক সহায়তা বন্ধেরও দাবি জানান।
আরো পড়ুন ➡️ পর্তুগালের পার্লামেন্টে বোরকা নিষিদ্ধকরণ বিল পাস
বক্তারা আরও বলেন, পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই ধর্মের দোহাই দিয়ে দেশটির স্বৈরশাসকরা বেলুচিস্তানের মানুষের ওপর বৈষম্যমূলক আচরণ করে আসছে। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে অঞ্চলটি বঞ্চনার শিকার। পাকিস্তান সেনাবাহিনী এ পর্যন্ত চার লাখেরও বেশি বেলুচ নাগরিককে হত্যা করেছে বলে অভিযোগ করেন তারা।
তাদের অভিযোগ, বেলুচ নারীরা প্রতিনিয়ত পাকিস্তানি সেনাদের হাতে নির্যাতনের শিকার হচ্ছেন। ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞের মতোই আজ বেলুচিস্তানেও চলছে একই রকম দমননীতি। সেখানে খাদ্যসংকট দেখা দিয়েছে, আহতদের চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না, প্রতিদিন ঘটছে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা।
বক্তারা ঘোষণা দেন,
“আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা গণহত্যার বিচার চাই, চাই স্বাধীনতা—এটাই আমাদের ন্যায্য অধিকার।”
সমাবেশে বক্তব্য রাখেন বেলুচ ন্যাশনাল মুভমেন্ট ইউকে চ্যাপ্টারের প্রেসিডেন্ট মনজুর বেলুচ, ফরেন অ্যাফেয়ার্স প্রধান ফাহিম বেলুচ, আবেদ বেলুচ, আহমেদ বেলুচ, আসমা বেলুচ, নাহিদা বেলুচ প্রমুখ।

