সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির লাসলো ক্রাসনাহোরকাই, তাঁর রচনার বিশেষ দিক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৫, ৭:০৬:৩৫ অপরাহ্ন
অনুপম সাহিত্য ডেস্ক: ২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই। বৃহস্পতিবার সুইডিশ অ্যাকাডেমি তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছে।
নোবেল কমিটি জানিয়েছে, তার গভীর ও দূরদৃষ্টিসম্পন্ন রচনাবলি এমন যে রচনাগুলো ভয় ও ধ্বংসের সময়েও শিল্প ও সৃজনশীলতার ক্ষমতার প্রতি বিশ্বাস জাগিয়ে তোলে। এজন্যে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে (“for his compelling and visionary oeuvre that, in the midst of apocalyptic terror, reaffirms the power of art”)।
লাসলো ক্রাসনাহোরকাই (László Krasznahorkai) সমসাময়িক হাঙ্গেরিয়ান সাহিত্যের এক অত্যন্ত প্রভাবশালী ও অনন্য লেখক। তাঁর সাহিত্যকে অনেক সমালোচক “apocalyptic realism” বা প্রলয়-বাস্তবতা বলে আখ্যা দেন।
বিশেষত তাঁর উপন্যাসগুলোতে একটি বাক্য কখনো কখনো কয়েক পৃষ্ঠাজুড়ে চলে! তিনি যতিচিহ্ন খুব কম ব্যবহার করেন, ফলে পাঠক যেন একটানা এক গভীর ধারা বা চিন্তার স্রোতে ডুবে যান।
লাসলো ক্রাসনাহোরকাই মধ্য ইউরোপীয় মহাকাব্যিক লেখক-ঐতিহ্যের ধারক, যার সূত্রপাত কাফকা থেকে থমাস বার্নহার্ড পর্যন্ত বিস্তৃত। তার লেখায় অ্যাবসার্ডবাদ ও গ্রোটেস্ক অতিরঞ্জন—এই দুই বৈশিষ্ট্য প্রবলভাবে উপস্থিত।
তাঁর রচনাগুলো প্রায়ই সভ্যতার পতন, মানব আত্মার সংকট, আর নৈতিক অবক্ষয়ের মধ্যে ঘুরপাক খায়। তিনি দেখান কিভাবে মানুষ বিশৃঙ্খলা ও ভয়ের মধ্যেও বেঁচে থাকে—এবং কিভাবে শিল্প ও সৌন্দর্য এই ধ্বংসের ভেতরেও টিকে থাকতে পারে।
ক্রাসনাহোরকাই প্রভাবিত হয়েছেন ফিওদর দস্তয়েভস্কি, ফ্রান্ৎস কাফকা, ও টমাস বার্নহার্ডের মতো লেখকদের কাছ থেকে। তাঁর লেখায় অস্তিত্ববাদ, নৈরাশ্য, এবং অর্থহীনতার অনুসন্ধান গভীরভাবে প্রতিফলিত হয়।
তাঁর লেখায় প্রলয়ের চিত্র যেমন আছে, তেমনি আছে পুনর্জন্ম, মুক্তি, ও ঈশ্বরীয় অর্থ খোঁজার প্রচেষ্টা। ফলে তাঁর কাজগুলো একদিকে অন্ধকার, অন্যদিকে আশারও সন্ধান দেয়।
তবে তিনি শুধু পশ্চিমা ঐতিহ্যের লেখক নন; পূর্বের চিন্তাধারা থেকেও তিনি অনুপ্রাণিত হয়েছেন। সেই প্রভাবেই তার লেখায় দেখা যায় এক ধরনের ধীর, ধ্যানমগ্ন ও সূক্ষ্ম সুর, যা তার সাহিত্যকে করে তুলেছে অনন্য। তাঁর লেখা বইয়ের তালিকায় বিশেষ তিনটি বই হল, The Melancholy of Resistance (1989), War and War (1999), Seiobo There Below (2008)।
উল্লেখ্য, নাইসার অড্স এর সম্ভাব্য তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিলেন এ লেখক।




