যুক্তরাজ্যে ৪০ হাজার মোবাইল ফোন চুরির ঘটনায় ৪৬ জন আটক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৫, ৬:৫০:৩৪ অপরাহ্ন
শুধু ২০২৪ সালেই লন্ডনে ৮০ হাজারেরও বেশি মোবাইল ফোন চুরি
লন্ডন অফিস: যুক্তরাজ্যে পুলিশের ইতিহাসে সবচেয়ে বড় চোরচক্রের সন্ধান পেয়েছে মেট্রোপলিটন পুলিশ। এ চক্র মোবাইল চুরি করেছে। অভিযানে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ—তারা প্রায় ৪০ হাজার চুরি করা মোবাইল ফোন চীনে পাচার করেছে।
“অপারেশন ইকোস্টিপ” নামে পরিচিত এই অভিযানে লন্ডনজুড়ে একাধিক স্থানে তল্লাশি চালানো হয়। পুলিশ জানায়, চক্রটি লন্ডনের মোট ফোন চুরির প্রায় ৪০ শতাংশের সঙ্গে জড়িত ছিল।
তদন্তে জানা যায়, চুরি হওয়া অধিকাংশ ফোনই ছিল অ্যাপল আইফোন, যেগুলো আন্তর্জাতিক বাজারে সহজে বিক্রি করা যায়। প্রতি ফোনের জন্য স্থানীয় চোরেরা পেতো প্রায় ৩০০ পাউন্ড, আর চীনে বিক্রির সময় কিছু ফোনের দাম পৌঁছে যেতো ৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত।
![]()
আরও পড়ুন—
কোয়ান্টাম পদার্থবিদ্যার নতুন দিগন্ত খুলে দিয়ে তারা এবার পেলেন নোবেল
অভিযানের সময় পুলিশ হিথ্রো বিমানবন্দরের কাছাকাছি একটি গুদাম থেকে প্রায় ১,০০০টি আইফোন আটক করে, যেগুলো হংকং পাঠানোর প্রস্তুতি চলছিল। এছাড়া উত্তর লন্ডনের একটি দোকান থেকে ৪০,০০০ পাউন্ড নগদ অর্থ উদ্ধার করা হয় এবং সেখানে সন্দেহভাজন কয়েকজনকে মানি লন্ডারিংয়ের অভিযোগে গ্রেপ্তার করা হয়।
মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার বলেন, “এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য। লন্ডনে ফোন চুরি এবং ছিনতাইয়ের হার এ বছর যথাক্রমে ১৩% ও ১৪% কমে এসেছে, যা এই অভিযানের সরাসরি প্রভাব।”
পুলিশ জানিয়েছে, পুরো চক্রটি আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় ছিল এবং চুরি হওয়া ফোনগুলোকে বৈধ ডিভাইস হিসেবে পুনঃবিক্রির জন্য প্রযুক্তিগতভাবে পরিবর্তন করা হতো।
লন্ডনের মেয়র সাদিক খান বলেন, ‘পুলিশ শুধু রাস্তার ছিনতাইকারী নয়, বরং পুরো পাচার চক্রের নেতাদেরও টার্গেট করেছে। এটি নিঃসন্দেহে যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় অভিযান।’
মেট্রোপলিটন পুলিশের তথ্যানুসারে, শুধু ২০২৪ সালেই লন্ডনে ৮০ হাজারেরও বেশি মোবাইল ফোন চুরি হয়েছে।



