গ্রেটার দেউল গ্রাম বুরিয়াল ফান্ড ইউকে’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৫, ৩:০৩:১৩ অপরাহ্ন
লন্ডন অফিস: গ্রেটার দেউল গ্রাম বুরিয়াল ফান্ড ইউকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। রোমফোর্ডের নেজেন পোডস তুর্কি রেস্তোঁরায় সোমবার, ৬ অক্টোবর ২০২৫ অনুষ্ঠিত এক লঞ্চিং অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির কার্যক্রমের সূচনা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ মোহাম্মদ অহিদ উদ্দিন এবং পরিচালনা করেন মৌলানা আনোয়ার হোসেন রাববানি। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মৌলানা আবদূস ছামাদ।
সংগঠনের সূচনাকারী হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা আনোয়ার হোসেন রাব্বানি ও হাজী হাসান আহমেদ। পরবর্তী আলোচনায় এজেন্ডাগুলো বিস্তারিতভাবে উপস্থাপন করা হয় এবং সর্বসম্মতিক্রমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের সরকারি নাম নির্ধারণ করা হয়েছে “গ্রেটার দেউল গ্রাম বুরিয়াল ফান্ড ইউকে”। সদস্যপদ গ্রহণের জন্য ৩০০ পাউন্ড সদস্য ফি নির্ধারণ করা হয়েছে। সংগঠনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মৌলানা আনোয়ার হোসেন রাব্বানি, শাহেদ আহমেদ ও হাজী আবদুল হাকিম।
অফিসারদের সংগঠনটি নিবন্ধন এবং ব্যাংক অ্যাকাউন্ট খোলার অনুমতি প্রদান করা হয়। সংগঠনের কার্যক্রমে দিকনির্দেশনা ও সহায়তা প্রদানের জন্য একটি উপদেষ্টা বোর্ড গঠন করা হয়েছে। উপদেষ্টা হিসেবে থাকছেন হাজী হাসান আহমেদ, আলহাজ মোহাম্মদ অহিদ উদ্দিন, ফখরুল ইসলাম, গুলজার আহমেদ, জাহাঙ্গীর আলম, দুলাল আলম, ইয়াসিন রহমান ফাত্তাহ, কাউন্সিলর শফি আহমেদ মুন্না, সুলতান আহমেদ ও মনজুর আহমেদ।
সদস্যপদ ও ফি প্রদানের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৫ নির্ধারণ করা হয়েছে এবং সংগঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে ১ জানুয়ারি ২০২৬ থেকে। নবগঠিত কমিটি দুই বছরের মেয়াদে দায়িত্ব পালন করবে।
আলোচনায় অংশ নেন মোহাম্মদ অহিদ উদ্দিন, মৌলানা আবদূস ছামাদ, আফছার উদ্দিন, গোলজার আহমেদ, ফখরুল ইসলাম, রওশন আহমেদ, আবদুল হাকিম, ইয়াছিন রহমান ফাত্তাহ, সালেহ আহমেদ সেলিম, সুলতান আহমেদ, দুলাল আলম, জাহাঙ্গীর আলম, কাউন্সিলর শফি আহমেদ মুন্না, মাহবুব আলম, মনওয়ার আহমেদ, হাসান আহমেদ, মাইয়েনুল ইসলাম, শাহেদ আহমেদ, আবদুল ফাত্তাহ, মোঃ আবদুল আলম, আবদুল হামিদ, আবদুল আজিজ, জাবেদূর রহমান, আফজল উদ্দিন সূমন, আবদূললা রাব্বানিসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শেষে মৌলানা আবদূস ছামাদ দোয়া পরিচালনা করেন। পরে আলহাজ মোহাম্মদ অহিদ উদ্দিন সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথিদের জন্য পরিবেশিত হয় নৈশভোজ।



