ফ্লোটিলা থেকে পাকিস্তানের জামায়াত নেতাকে আটক করেছে ইসরায়েল (ভিডিও)
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৫, ১১:৫০:৩৩ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দিয়ে নেতৃত্ব দিচ্ছিলেন সাবেক পাকিস্তানি সিনেটর ও জামায়াত-ই-ইসলামির নেতা মুশতাক আহমদ খান। বুধবার ইসরাইলি সেনারা বহরটিকে থামিয়ে জাহাজে ওঠার পর তাকে আটক করেছে বলে জানিয়েছে পাকিস্তান–ফিলিস্তিন ফোরাম।
সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, সাবেক সিনেটর মুশতাক আহমদ খানকে ইসরাইলি দখলদার বাহিনী গ্রেফতার করেছে। এখনই ঘর থেকে বের হয়ে তার মুক্তি এবং ৪৪ দেশের স্বেচ্ছাসেবীদের মুক্তির দাবি তুলতে হবে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ছিল ৪০টিরও বেশি বেসামরিক নৌযান, যাতে প্রায় ৫০০ সংসদ সদস্য, আইনজীবী ও কর্মী অংশ নেন। সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গও ছিলেন তাদের মধ্যে। বহরটি ওষুধ ও খাদ্যসামগ্রী নিয়ে গাজামুখী ছিল।
বুধবার মিশরের উত্তরের আন্তর্জাতিক জলসীমায় নৌযানগুলো প্রবেশ করলে ইসরাইলি কর্তৃপক্ষ নজরদারি শুরু করে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রায় ২০টি ইসরাইলি যুদ্ধজাহাজ বহরটিকে ঘিরে ফেলে এবং নৌযানগুলোকে ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেয়। কিছুক্ষণের মধ্যেই সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়।
ফ্লোটিলা সংগঠকরা ইনস্টাগ্রামে লিখেছেন, আমাদের জাহাজগুলোকে অবৈধভাবে আটকানো হয়েছে। ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছে, সেনারা জাহাজে উঠে পড়েছে। অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা চেষ্টা চালাচ্ছি।
اپڈیٹس۔۔۔۔
السلام علیکم۔۔۔16 واں دن۔۔۔غزہ کے قریب سے۔۔۔بحیرہ روم کے پانیوں سے، صبح بخیر اہلیان پاکستان۔
اگر ترکی سپین اٹلی یونان کے نیوی شپس اظہار یکجہتی کیلئے آسکتے ہیں تو پاکستان،پاکستان کے حکمران اور پاکستان نیوی کیوں خاموش ہے؟؟؟
گلوبل صمود فلوٹیلا برائے غزہ پرامن انسانی… pic.twitter.com/tHYSfiK1PR— Senator Mushtaq Ahmad Khan | سینیٹر مشتاق احمد خان (@SenatorMushtaq) September 29, 2025




