ফেঞ্চুগঞ্জে জামায়াত নেতার বাড়িতে চুরি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৫, ১১:৩৭:১২ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: সিলেটের ফেঞ্চুগঞ্জে জামায়াত নেতা ও সমাজসেবক রুকুনুজ্জামান চৌধুরীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের আশিঘর গ্রামে।
রুকুনুজ্জামান চৌধুরী জানান, ঘটনার দিন সন্ধ্যায় তিনি পরিবারের সবাইকে নিয়ে আত্মীয়ের বাড়িতে যান। তখন বাড়ি তালাবদ্ধ ছিল। রাত সাড়ে ১২টার দিকে বাড়িতে ফিরে এসে তিনি দেখেন কলাপসিবল গেটের তালা ভাঙা। ভেতরে প্রবেশ করে প্রতিটি কক্ষ তছনছ অবস্থায় পান। বিশেষ করে তিনি ও তার ভাইয়ের রুমে বেশি তছনছ করা হয়। চোরচক্র নগদ ৫০ হাজার টাকা, প্রায় ৫ ভরি স্বর্ণালংকার এবং আরও কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানার এসআই সামসুল আরেফিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘিলাছড়া ইউনিয়নের জনপ্রিয় এই সমাজসেবকের বাড়িতে চুরির ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা।



