খোয়াজ আলী খান স্মরণে গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দোয়া মাহফিল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৫, ১:১০:১৫ অপরাহ্ন
ফজলুল হক, লন্ডন: বিশিষ্ট ব্যবসায়ী খোয়াজ আলী খান স্মরণে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদের হলে গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি নেহার মিয়ার চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ তুহিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আব্দুল মুনিম চৌধুরী বাবু, প্রেসিডেন্ট ইয়াজ উদ্দিনের উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার আতাউর রহমান, ব্যারিস্টার মাহমুদুল হক, সংগঠনের উপদেষ্টা আবুল কালাম আজাদ ছোটন, সলিসিটর এম. ইয়াওর উদ্দিন, মাওলানা এফ. কে. এম. শাহজাহান, সাংবাদিক মিসবাহ জামাল, সাবেক কাউন্সিলর মুফতি মিয়া, জহিরুর রহমান মতি, ফুল মিয়া, শাহ ছালিক মিয়া, এনায়েতুর রহমান খাঁন, মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রভাষক আব্দুল হাই, শেখ শামীম আহমদ, লিটন চৌধুরীসহ বিপুলসংখ্যক প্রবাসী।
এছাড়াও উপস্থিত ছিলেন মরহুমের ছেলে মাজ খাঁন, ইনাতগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল বাতেন, কাউন্সিলর ফরহাদুল ইসলাম চৌধুরী, শাহ গোলাম মোর্শেদ, হাফিজ মনসুর আহমদ, আব্দুল ওয়াদুদ দিপক, ইসলাম উদ্দিন, মির্জা নূরুল হক, অছি মিয়া পাঠান, হিফজুর রহমান চৌধুরী, মোহাম্মদ জসিম উদ্দিন, আব্দাল চৌধুরী, শাহপরান খাঁন, শাহরিয়ার খাঁন, মুজিবুল হক মনি, সুফি সুয়েল, আবুল মিয়া, আতিকুর রহমান লিটন, শিলু চৌধুরী, শফিক হাসান, মাওলানা ইয়াসিন আহমদ, আবু বক্কর আহমদ, মনজুর খাঁন, আলমগীর সরকার, আব্দুল কাহারসহ প্রমুখ।
বক্তারা মরহুম মোহাম্মদ খোয়াজ আলী খানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পরিশেষে মরহুমসহ সকল মুমিন-মুসলমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ব্রিকলেন জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম।



