কেন্টে সিটিংবোর্ন ইসলামিক কালচারাল সেন্টারে বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৫, ১:২৩:৪৭ অপরাহ্ন
লন্ডন অফিস:কেন্টের ঐতিহ্যবাহী সিটিংবোর্ন ইসলামিক কালচারাল সেন্টারে রবিবার ২৮ সেপ্টেম্বর ছাত্র-ছাত্রীদের বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিশু-কিশোররা তেলাওয়াত, হাদিস, দোয়া ও মুসলমানদের দৈনন্দিন প্রয়োজনীয় মাসআলা চমৎকারভাবে উপস্থাপন করে। বাচ্চাদের এমন পারফরম্যান্স উপস্থিত অতিথি, কমিউনিটির নেতৃবৃন্দ ও অভিভাবকদের মুগ্ধ করে। তারা শিশুদের প্রশংসা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও প্রতিষ্ঠানের সাফল্যের জন্য দোয়া করেন।
বৃটেনে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ইসলামিক সাফল্যে অনুপ্রাণিত হয়ে কমিউনিটির নেতৃবৃন্দ সিটিংবোর্ন ইসলামিক কালচারাল সেন্টারকে ফুল-টাইম পূর্ণাঙ্গ মাদ্রাসায় রূপান্তরের ইচ্ছা প্রকাশ করেন এবং সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সেন্টারের সেক্রেটারি জুনাইদ আবদীন। এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান মো: আব্দুল মুহিত শাবুল, ট্রেজারার রুহুল হুসাইন বুলবুল, আব্দুস শহিদ বাবুল, জয়নাল আবদীন, লাল মিয়া, আরব উদ্দীন, ইসলাম উদ্দিন, ডা. নিজাম উদ্দিন আহমেদ, কবির মিয়া, সালাহউদ্দিন চৌধুরী, নিজাম উদ্দিন, আমিনুল ইসলাম, সফিক মিয়া, মুজাহিদ খান, সানাউল ইসলাম, এনাম উদ্দিন, আলাউদ্দিনসহ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্বে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সেন্টারের ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামিক স্কলার এবং মিডিয়া ব্যক্তিত্ব মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী।



