পূর্ব লন্ডনে কিউ ফ্যাক্টর বিজয়ীদের সম্মানে ডিনার ও প্রেজেন্টেশন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২:৪৬:৫৭ অপরাহ্ন
লন্ডন প্রতিনিধি: শনিবার পূর্ব লন্ডনের একটি ব্যাংকুইটিং হলে কিউ ফ্যাক্টর বিজয়ীদের সম্মানে ডিনার পার্টি ও প্রেজেন্টেশনের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কিউ ফ্যাক্টর সিজন ২ বিজয়ী বুরহান উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কিউ ফ্যাক্টর সিজন ৮ বিজয়ী রাকিন আনজুম ও খাদিজা হোসাইন। নাশিদ পরিবেশন করেন একই সিজনের বিজয়ী ইয়াহইয়া শুয়াইব।
স্বাগত বক্তব্য ও প্রেজেন্টেশন উপস্থাপন করেন গ্লোবাল এইড ট্রাস্ট চেয়ারম্যান এবং ইউনিভার্সিটি অফ দ্য ওয়েস্ট অফ স্কটল্যান্ডের সহকারী অধ্যাপক ড. আশরাফ মাহমুদ। তিনি জানান, ২০০৮ সালে প্রতিষ্ঠিত গ্লোবাল এইড ট্রাস্ট ২০১২ সালে কিউ ফ্যাক্টর কার্যক্রম শুরু করে এবং এখন পর্যন্ত আটটি সিজন সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে বাংলাদেশে প্রায় এক হাজার তরুণ হাফেজ এই প্রকল্পের মাধ্যমে গড়ে উঠছে।
অনুষ্ঠানে কিউ ফ্যাক্টর বিজয়ীরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। পাশাপাশি আলোচনায় অংশ নেন ইসলামী স্কলার শাইখ আব্দুর রহমান মাদানী, ড. আব্দুস সালাম আজাদী, ড. আবুল কালাম আজাদ, ড. আক্তারুজ্জামান, হাফিজ মাওলানা শাইখ আবু তাহের ও হাসান মইন উদ্দিন।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন জনাব কামাল হোসাইন, রবিউল আলম ও লায়েক মিয়া প্রমুখ।
ড. আশরাফ মাহমুদ ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরে বলেন, কিউ ফ্যাক্টরকে আরও টেকসই করতে প্রাক্তন ছাত্রদের নিয়ে একটি নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।



