লন্ডন: রেডব্রিজ কাউন্সিলের বাজার স্টল পরিকল্পনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১:৫৯:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ওয়ানস্টেড, লন্ডন: রেডব্রিজ কাউন্সিলের প্রস্তাবিত বাজার স্টল পরিকল্পনার বিরুদ্ধে শত শত স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের অংশগ্রহণে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এ সভায় এলাকাবাসী কাউন্সিলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
অভিযোগ করা হয়, কাউন্সিল স্থানীয় জনগণ বা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কোনো সরাসরি পরামর্শ না করেই এ সিদ্ধান্ত নিয়েছে। কাউন্সিল দাবি করে, বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছিল। তবে অংশগ্রহণকারীরা এটিকে “অপর্যাপ্ত” এবং “অগ্রহণযোগ্য” বলে আখ্যায়িত করেন।
কাউন্সিলের নেতা কাউন্সিলর কাম রাই (Cllr. Kam Rai) সভায় যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে অনুপস্থিত থাকেন, যা উপস্থিতদের মধ্যে হতাশা এবং ক্ষোভ আরও বাড়িয়ে তোলে। কাউন্সিলের পক্ষ থেকে কাউন্সিলর জো ব্ল্যাকম্যান এবং ড্যানিয়েল মরগান সভায় উপস্থিত থাকলেও অনেকেই মনে করেন তাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়া হয়নি।
সভায় ওয়ানস্টেডের লিবারেল ডেমোক্র্যাটস পার্টির পিসিসি (PPC) মার্ক গিটশাম অভিযোগ করেন যে, এ বিষয়ে পূর্বে কাউন্সিলকে চিঠি লেখা হলেও কোনো জবাব দেওয়া হয়নি। অন্য এক পিসিসি, মোহাম্মদ অহিদ উদ্দিন, বলেন,
“কাউন্সিল নেতার উপস্থিতি অত্যন্ত জরুরি ছিল। আমরা চাই এই সিদ্ধান্তটি অবিলম্বে প্রত্যাহার করা হোক। বাজার স্টল পরিকল্পনা বাতিল করতে হবে।”
সভাটি পরিচালনা করেন প্রাক্তন কাউন্সিলর মি. কলিন। ওয়ানস্টেড লিবারেল ডেমোক্র্যাটসের শক্তিশালী উপস্থিতি লক্ষ্য করা যায়। সভায় রোজমেরি থমাস, জ্যানেটসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
স্থানীয় জনগণ এবং ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে ঘোষণা দেন যে, তারা বাজার স্টল পরিকল্পনার বিরোধিতা করবেন। তাদের মতে, কাউন্সিলের স্বচ্ছতা এবং গণপরামর্শের ঘাটতি স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক নষ্ট করেছে।
উপস্থিত প্রতিবাদকারীরা বলেছেন, বাজার স্টল পরিকল্পনা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।



