ক্যামডেনে লেবার পার্টির ফান্ডরেইজিং সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ৩:৩৮:৩৮ অপরাহ্ন
ফজলুল হক, লন্ডন: সেন্ট্রাল লন্ডনের ক্যামডেনের হ্যাভারস্টক হিলের স্পাইস অফ হ্যাভারস্টক রেস্টুরেন্টে মঙ্গলবার হ্যাভারস্টক ওয়ার্ড লেবার পার্টির জন্য এক ফান্ডরেইজিং অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি আখলাসুর রহমান, শাহাব উদ্দিন ও শাহরিয়ার রহমান ইমনের সার্বিক তত্ত্বাবধানে এবং কাউন্সিলর নাসিম আলী ওবিই, সাবেক মেয়র ও সাবেক মেয়োরেস লিনা চৌধুরীর পরিচালনায় সম্পন্ন হয়।
প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান সাংবাদিক ও লেখক পলি টোনবি, যিনি ওনলি ওয়ে ইজ আপ সহ একাধিক বইয়ের রচয়িতা।
আরো পড়ুন ➡️ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ায় টাওয়ার হেমলেটস লেবার পার্টির কৃতজ্ঞতা সমাবেশ
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর নাদিয়া শাহ, মার্কাস বয়ল্যান্ড, কাউন্সিলর হিদার জনসন, লিয়াম মার্টিন-লেন, জোসেফ বল, কেমি আটলাগবে, জিএলএর সদস্য কাউন্সিলর অ্যান ক্লার্কসহ স্থানীয় মন্ত্রিপরিষদের অনেক সদস্য। এছাড়া সাবেক মেয়র কাউন্সিলর আবদুল কাদির ও প্রাক্তন কাউন্সিলর আবদুল হাই-ও যোগ দেন।
অনুষ্ঠানে কাউন্সিলর নাসিম আলী এবং সংশ্লিষ্ট আয়োজকদের অভিনন্দন জানিয়ে বিশেষ বার্তা পাঠানো হয়। বক্তারা আগামী ২০২৬ সালের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির সাফল্যের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
শেষে অতিথিরা স্পাইস অফ হ্যাভারস্টক রেস্টুরেন্টের সুস্বাদু খাবারের প্রশংসা করেন এবং র্যাফেল ড্র-এর মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।



