বিশ্বনাথে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯:০৭ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় পৌর শহরে চলমান ‘যানজট নিরসন, নিয়মিত বাজার মনিটরিং, মাদক-চুরি ও অন্যান্য অপরাধের বৃদ্ধি পাওয়ায় রাত্রিকালীন পুলিশ টহল জোরদার’সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবী উঠে।
উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত বক্তারা উপজেলা এলাকায় রাতে আশ্রয়নের ঘর’সহ বিভিন্ন স্থানে মাদকের আড্ডা এবং এই ঘরগুলো থেকেই কিশোর-যুবক বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে। এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার আহবান করেন।
বক্তারা বলেন, বেশ কিছু দিন ধরে উপজেলায় বিদ্যুৎ নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রাহকদেরকে। একদিকে মানুষ জন বিদ্যুৎ পাচ্ছেন না, অন্যদিকে বিদ্যুৎ না থাকলেও মাস শেষে অতিরিক্ত বিল পরিশোধ করতে হচ্ছে। দেখার যেনো কেই নেই। বিদ্যুৎ অফিস যদিও বলছে উপজেলায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ আছে এবং কোন লোডশেডিং নেই। তাহলে বিশ্বনাথে এতো লোডশেডিং কেন? রামধানা বিদ্যুৎ সাব-স্টেশন থেকে দক্ষিণ সুরমা উপজেলায় বিদ্যুৎ লাইন চলে! অথচ বিশ্বনাথ উপজেলায় বিদ্যুৎ নেই। কিন্তু প্রতিদিনই লাইনে কাজ চলমান থাকলে গ্রাহক সেবা পাবে কবে? এমন অযুহাত মানতে চায়না বিশ্বনাথ উপজেলাবাসী। বিদ্যুতের সমস্যা অতিসত্বর সমাধান করতে হবে।
সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবুল হোসেন মেম্বার, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ ফয়জুল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।



