ট্রাম্প বললেন সাদিক খান ‘ভয়ানক মেয়র’, লেবার এমপিদের ক্ষোভ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭:৫০ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উসকানিমূলক মন্তব্যে পদক্ষেপ নিতে কিয়ার স্টারমারকে আহ্বান
লন্ডন অফিস: প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লেবার এমপিদের চাপের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।
কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভুয়া দাবি করেছেন যে লন্ডন নাকি তাদের “ভয়াবহ মেয়র” সাদিক খানের অধীনে “শরিয়া আইন চালু করতে চায়”।
জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প বলেন: “আমি লন্ডনের দিকে তাকাই, যেখানে আছে এক ভয়াবহ মেয়র, ভয়াবহ, ভয়াবহ মেয়র, এবং শহরটি অনেক বদলে গেছে। এখন তারা শরিয়া আইন চালু করতে চায়। কিন্তু আপনি তো ভিন্ন দেশে আছেন, সেটা করতে পারবেন না।”
এই ঘটনাটি ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে আরও অস্বস্তি তৈরি করবে। বিশেষ করে গত সপ্তাহেই ট্রাম্পকে যুক্তরাজ্যে নজিরবিহীনভাবে দ্বিতীয়বার রাষ্ট্রীয় সফরের সম্মান দেওয়া হয়েছে। স্টারমার বারবার যুক্তরাষ্ট্রের শুল্ক এড়ানোর সক্ষমতাকে ট্রাম্পের প্রতি তাঁর তুলনামূলক সমঝোতামূলক অবস্থানের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন।
টুটিংয়ের এমপি রোসেনা অ্যালিন-খান বলেছেন, যুক্তরাজ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ওয়ারেন স্টিফেন্সকে প্রেসিডেন্টের মন্তব্যের জন্য জবাবদিহি করতে হবে।
তিনি এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন: “যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করে ট্রাম্পের লাগামহীন ইসলামোফোবিয়ার বিষয়ে প্রশ্ন করা উচিত। ট্রাম্প অবিরাম মিথ্যা ছড়াচ্ছেন। লন্ডনে আমরা আমাদের বৈচিত্র্য উদযাপন করি এবং বর্ণবাদী ও সংকীর্ণমনা লোকদের প্রত্যাখ্যান করি। সাদিক খানের নেতৃত্বের কারণেই লন্ডন পৃথিবীর সেরা শহর।”




