বাংলাদেশীদের ওপর আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবর ভুয়া: প্রেস উইং
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৫, ২:২৩:৩৮ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৯ দেশের ওপর সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভিসা নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে যে খবর ছড়িয়ে পড়েছে তা ভুয়া বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।
শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
প্রেস উইংয়ের ব্যাখ্যায় বলা হয়, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো একটি বেসরকারি ভিসা প্রক্রিয়াকরণ ওয়েবসাইট ‘ইউএই ভিসা অনলাইন’-এ প্রকাশিত নিবন্ধের উদ্ধৃতি দিয়ে তৈরি। সেখানে দাবি করা হয়েছে, অভিবাসন সংক্রান্ত এক সার্কুলারের মাধ্যমে বাংলাদেশসহ ৯টি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। তবে এই তথ্য সম্পূর্ণ মিথ্যা।

আরও পড়ুন—
ধর্মভিত্তিক দলগুলো রাজপথে, রাজনীতি আরও জটিল হওয়ার দিকে যাচ্ছে?
সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ জানিয়েছেন, আমিরাত কর্তৃপক্ষের কাছ থেকে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি দূতাবাস পায়নি। তিনি এটিকে ভিসা সেন্টারের পক্ষ থেকে একটি বিদ্বেষপূর্ণ অপচেষ্টা বলে মন্তব্য করেন।
রাষ্ট্রদূত আরও জানান, ২০ ও ২১ সেপ্টেম্বর আমিরাতে সরকারি ছুটি থাকায় ২২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে আমিরাত সরকারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করা হবে।
প্রেস উইং জানিয়েছে, একটি বেসরকারি ভিসা ওয়েবসাইট থেকে উদ্ভূত ভুল তথ্য যাচাই-বাছাই ছাড়াই প্রচার হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে।




