নিলুফার ও শিশির মনিরকে নিয়ে যা বললেন শহীদ আবরার ফাহাদের ছোট ভাই
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১:৪০:৫২ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র ছিলেন আবরার ফাহাদ। ফেসবুকে ভারতবিরোধী স্ট্যাটাস দেওয়ার কারণে ২০১৯ সালের ৬ অক্টোবর শেরেবাংলা হলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। আলোচিত এ হত্যা মামলায় ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল রেখে রায় দিয়েছেন হাইকোর্ট।
সম্প্রতি আবরার ফাহাদকে শিবির হত্যা করেছে- দাবি করে বিতর্কিত মন্তব্য করেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি।
তিনি এর ব্যাখ্যায় বলেন, ‘আমরা ছাত্রলীগকে হেলমেট বাহিনী বলতাম। আসলে ছাত্রলীগ ওইরকম ছিল না। আসলে তারা ছিল শিবির, নিজেদের গোপন রেখে এ কাজগুলো করেছে। আমি যদি একটা প্রমাণ দেই, আবরার যে মারা গেল, তাকে মেরে ফেললো যারা তাদের আসামিদের উকিল কারা। তিনি হচ্ছেন শিশির মনির। আপনি বুঝেন, আসামিদের উকিল। তাহলে বুঝেন তাকে মারছে কারা। এখান থেকে বুঝায় যে আসামিদের উকিল হওয়াটা চাট্টিখানি কথা না। আবরারকে মারছে কে? এই হেলমেট বাহিনী, শিবির বাহিনী’।
আরও পড়ুন—
ধর্মভিত্তিক দলগুলো রাজপথে, রাজনীতি আরও জটিল হওয়ার দিকে যাচ্ছে?
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে আবরার হত্যায় জড়িতদের পক্ষে আইনজীবী হিসেবে সুপ্রিমকোর্টের আইনজীবী শিশির মনিরের নাম আলোচনায় আসে। তখন এ নিয়ে সামাজিকমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনা হলে আবরার হত্যা মামলার আসামিপক্ষ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন শিশির মনির।
আবরার হত্যা মামলায় আসামিদের আইনজীবী হওয়ায় শিশির মনির এবং ওই হত্যাকাণ্ডে নতুন করে শিবিরের নাম জড়িয়ে বক্তব্য দেওয়ায় বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনির ওপর ক্ষুব্ধ হয়েছেন আবরার ফাহাদের ভাই বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ।
এ নিয়ে শনিবার নিজের ফেসবুকে একটি স্ট্যাটাসে দিয়েছেন আবরার ফাইয়াজ। শিশির মনির ও নিলুফারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এক দলের সন্ত্রাসীরা শিবির ট্যাগ দিয়ে পিটিয়ে মারে।এক দলের আইনজীবী আদালতে সেই সন্ত্রাসীদের বাঁচাতে লড়ে। এক দলের নেত্রী সেই সন্ত্রাসীদের দায়মুক্তি দিতে নতুন শিবির থিওরি বানায়। কী আর বলবো বলেন?’




