হয় জোট, না হয় আসন সমঝোতা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১:৩৯ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক; নির্বাচন সামনে। দলগুলোর তৎপরতা দৃশ্যমান। বিশটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আলাপ থেকে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনে এবার কোনো দলের এককভাবে অংশ নেওয়ার সম্ভাবনা কম।
তারা হয় জোট, না হয় আসন সমঝোতা করে ভোটে অংশ নেওয়ার পক্ষে। দলগুলোর মধ্যে এখন পর্যন্ত যেটুকু তৎপরতা তা থেকে জানা যায়, সমমনা দল ও জোট নিয়ে বিএনপি একটি বড় জোট করতে পারে।
পাশাপাশি কয়েকটি দলের সঙ্গে আসন সমঝোতাও হতে পারে। অন্যদিকে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ ইসলামি দলগুলোর পৃথক জোট বা আসন সমঝোতা হতে পারে।
এনসিপিরও জোট গঠনের সম্ভাবনা রয়েছে উদারপন্থি বলে পরিচিত কয়েকটি দলকে নিয়ে। এছাড়া বাম ও ইসলামি দলগুলোর আরও দুটি পৃথক জোট গঠনের তৎপরতা আছে। তবে এখন যা-ই করা হোক না কেন নির্বাচনের তফশিলের পর আনুষ্ঠানিকভাবে জোট কিংবা সমঝোতার বিষয়টি ঘোষণা করা হবে বলে জানা গেছে।




