মিশিগানে সোনালী এক্সচেঞ্জের গ্রাহক সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩:৩৩:১৫ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: প্রবাসী বাংলাদেশিদের জন্য নির্ভরযোগ্য ও দ্রুত রেমিট্যান্স সেবা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের মিশিগানে সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ইনক্ (SECI)-এর উদ্যোগে এক গ্রাহক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার বিকেলে মিশিগান শাখায় আয়োজিত এ সভায় প্রবাসীদের জন্য সর্বশেষ সেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ মহসিন কবির বলেন, সোনালী এক্সচেঞ্জ এখন প্রবাসীদের জন্য সর্বোচ্চ রেট, দ্রুত ও নিরাপদে ফি ছাড়া দেশে টাকা পাঠানোর সুযোগ দিচ্ছে। তিনি জানান, “প্রবাসীদের রেমিট্যান্স প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে মিশিগান শাখা সপ্তাহে সাত দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া আমাদের SECI অ্যাপ ব্যবহার করে আরও নিরাপদ ও ঝুঁকিমুক্তভাবে টাকা পাঠানো সম্ভব হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী এক্সচেঞ্জের সেক্রেটারি মোহাম্মদ সাদাত হোসাইন। তিনি বলেন, “ক্যাশবিহীন এবং নিরাপদ রেমিট্যান্স ব্যবস্থায় সোনালী এক্সচেঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মিশিগানের প্রবাসীদের সুবিধার্থে আরেকটি নতুন শাখা খোলার পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।”
সভায় আরও বক্তব্য দেন শাখা ম্যানেজার নজরুল ইসলাম, কমিউনিটি ব্যক্তিত্ব দেওয়ান আকমল চৌধুরী, হাজী নিজাম উদ্দীন, সেলিম আহমেদ, মোস্তফা কামাল, মাজহারুল ইসলাম ডালিম, শাহাদাত হোসেন মিন্টু, মোশারফ হোসেন চৌধুরী লিটু, ফয়ছল চৌধুরী ও আফজাল চৌধুরী প্রমুখ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তেলাওয়াত করেন মাওলানা ফখরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাসুক আহমেদ।
সভায় উপস্থিত প্রবাসীরা সোনালী এক্সচেঞ্জের বিভিন্ন সেবা সম্পর্কে সরাসরি মতামত প্রদান করেন এবং রেমিট্যান্স কার্যক্রম আরও সহজ ও দ্রুত করার পরামর্শ দেন। এই গ্রাহক সভা প্রবাসীদের সঙ্গে প্রতিষ্ঠানটির সেতুবন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।


