হাউজ অব কমন্সে আর এ ফাউন্ডেশনের রিকগনিশন ও নেটওয়ার্কিং অনুষ্ঠান সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২:১৭ অপরাহ্ন
ফজলুল হক, লন্ডন: যুক্তরাজ্যের হাউজ অব কমন্সে আর্তমানবতার সেবায় নিয়োজিত ব্রিটিশ রেজিস্ট্রেশনপ্রাপ্ত চ্যারিটি সংস্থা আর এ ফাউন্ডেশন-এর রিকগনিশন ও নেটওয়ার্কিং অনুষ্ঠান মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সাংবাদিক রহমত আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনের পপলার ও লাইম হাউস আসনের এমপি আপসানা বেগম। বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক মিয়া, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) আকবর হোসেন এবং বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী শুভ্র দেব।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার মো. আয়াস মিয়া, ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র হুমাউন কবির, কবি আসমা মতিন, প্রফেসর মিসবাহ কামাল, উপস্থাপক মিসবাহ জামাল, কমিউনিটি নেতা শাহ মুনিম, শাহ আলম, আবুল কালাম আজাদ ছোটন, নেছার আলী লিলু, ইসবাহ উদ্দিন, মো. মনির খান, নাজমুল হুদা প্রমুখ।
আরো পড়ুন যুক্তরাজ্যে ট্রাম্প, বিশেষ সম্পর্কের ঐতিহাসিক সুযোগ
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইভেন্ট অর্গানাইজার তামান্না মিয়া। বক্তারা তাদের বক্তব্যে আর এ ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এসব কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান ও বিশেষ অতিথিরা সংগঠনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রমে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া আর এ ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের ভিডিও প্রদর্শন করা হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে কবিতা পাঠ, গান এবং ডকুমেন্টারি প্রদর্শনী। জনপ্রিয় শিল্পী শুভ্র দেব গান পরিবেশন করেন এবং কবি আসমা মতিনসহ বেশ কয়েকজন কবি আবৃত্তি উপস্থাপন করেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, হাউজ অব কমন্সে এটি আর এ ফাউন্ডেশনের দ্বিতীয়বারের মতো আয়োজিত অনুষ্ঠান। এতে বিপুল সংখ্যক কমিউনিটি নেতৃবৃন্দ ও অতিথিদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।


