স্বর্ণের দাম: ২২ কেরেট প্রতি ভরি দেড় হাজার টাকা কমল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ৯:৫৭:০৫ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। এ উপলক্ষে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং ও প্রাইস মনিটরিং বুধবার এক সভা করে।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ১৮ সেপ্টেম্বর থেকে দেশের বাজারে স্বর্ণ ও রূপার নতুন বিক্রয়মূল্য কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় ১ হাজার ৪৭০ টাকা কমিয়ে ১ লাখ ৮৮ হাজার ১৫২ টাকা দাম নির্ধারণ করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সকল জুয়েলারী প্রতিষ্ঠানে এই নতুন মূল্য কার্যকর থাকবে। এছাড়া স্বর্ণ ও রূপারের বিক্রয়মূল্যের সঙ্গে ৫% ভ্যাট এবং বাজুস কর্তৃক নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যোগ করতে হবে (গহনার ডিজাইন ও মানভেদে মজুরীর হার পরিবর্তিত হতে পারে)।




