ফ্রান্সে পবিত্র মিলাদুন্নবি সা. মাহফিল সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২:৫৬ অপরাহ্ন
নজমুল হক, ফ্রান্স প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে ফ্রান্সে এক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আনজুমানে আল ইসলাহ ফ্রান্স-এর উদ্যোগে আয়োজিত এ মাহফিলটি সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানী প্যারিসের অভারভিলা এলাকার একটি সুসজ্জিত হলরুমে অনুষ্ঠিত হয়। ধর্মীয় আবহ ও আধ্যাত্মিক উচ্ছ্বাসে পরিপূর্ণ এ আয়োজন ছিল প্রবাসী মুসলিম কমিউনিটির জন্য এক অনন্য সমাবেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা মাসুক আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা কাজী আব্দুল মুহিত। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর হামদ-নাত পরিবেশিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর সুযোগ্য নাতি, জার্মানির এরফোর্ট বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক, তায়্যিবাহ ফাউন্ডেশন সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট লেখক ও গবেষক হযরত মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী ফুলতলী।
তিনি তাঁর প্রাঞ্জল বক্তব্যে বলেন, “ঈদে মিলাদুন্নবি (সা.) কোনো নতুন ইবাদতের নাম নয়। বরং এ দিনটি আমাদের জন্য প্রিয়নবী হযরত মুহাম্মদ মুস্তাফা (সা.)-এর স্মৃতিচারণ, তাঁর মহান জীবনাদর্শ ও শিক্ষাকে আত্মস্থ করার এক মহাসুযোগ। নবীর প্রেম, নবীর আনুগত্য ও নবীর সুন্নাহ অনুসরণ ছাড়া মুসলমানের জন্য মুক্তির অন্য কোনো পথ নেই।”
তিনি আরও বলেন, “আজকের বিশ্বে ইসলামের শান্তির বার্তা পৌঁছে দিতে হলে আমাদের নবীজীর (সা.) জীবন থেকে শিক্ষা নিতে হবে এবং মুসলিম উম্মাহকে বিভাজনের পরিবর্তে ঐক্যের পতাকাতলে আসতে হবে।”
অনুষ্ঠানে ফ্রান্সের বিভিন্ন শহর থেকে আগত বিশিষ্ট আলেমগণ তাদের বক্তব্যে নবীজীর জন্ম, তাঁর দাওয়াতি জীবন, সমাজ সংস্কার, মানবতার মুক্তির বার্তা ও আধ্যাত্মিক নেতৃত্বের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
মাহফিলে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। পরিবার-পরিজনসহ মুসল্লিরা অত্যন্ত মনোযোগ সহকারে ক্বিরাত, হামদ-নাত ও বয়ান উপভোগ করেন। সমগ্র অনুষ্ঠানজুড়ে বিরাজ করছিল এক আধ্যাত্মিক পরিবেশ।
শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং প্রবাসী বাংলাদেশিদের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।
আনজুমানে আল ইসলাহ ফ্রান্স-এর নেতৃবৃন্দ জানান, প্রতিবছরের মতো এ বছরও পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে এ আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও প্রবাসে ইসলামি সংস্কৃতি ও মূল্যবোধ সমুন্নত রাখতে তারা নিয়মিত কার্যক্রম চালিয়ে যাবেন।


