দাওয়াতুল ইসলাম ইউকে অ্যান্ড আয়ারল্যান্ড লুটন শাখার নির্বাচন সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৪:৪৭:৫৬ অপরাহ্ন
লুটন প্রতিনিধি: দাওয়াতুল ইসলাম ইউকে অ্যান্ড আয়ারল্যান্ডের লুটন শাখার ২০২৫-২০২৭ সেশনের নির্বাচন সম্পন্ন হয়েছে।
১৪ সেপ্টেম্বর ২০২৫, রোববার সন্ধ্যা ৬টায় লুটনের বুশমিড এলাকার তাপাশ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
শাখার সাতজন সদস্য (রুকন) প্রত্যক্ষ ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচনে অংশগ্রহণ করেন। এতে মোঃ মইনুল ইসলাম ইলিয়াসী পুনরায় সভাপতি নির্বাচিত হন।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দাওয়াতুল ইসলামের নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল মুকিত এবং সেক্রেটারি জেনারেল খলিলুর রহমান।
সভা মাওলানা ইমাম নূরুল রহমান এর কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর লুটন শাখার সভাপতি সূচনা বক্তব্য দেন এবং পরে নির্বাচন কমিশনের কাছে সভা পরিচালনার দায়িত্ব হস্তান্তর করেন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতিকে শপথ পাঠ করান নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল মুকিত।
শেষে দোয়া ও আপ্যায়নের মাধ্যমে সভার কার্যক্রম সম্পন্ন হয়। এ নির্বাচনের মাধ্যমে দাওয়াতুল ইসলাম ইউকে অ্যান্ড আয়ারল্যান্ড লুটন শাখা আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব পেল।



