ফেঞ্চুগঞ্জ: মোহাম্মদিয়া হিফজুল কুরআন মাদরাসায় মনসুর আহমদ খানকে সংবর্ধনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫০:০৫ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি: ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কুরআন মাদরাসার অন্যতম ভুমিদাতা সদস্য, কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও যুক্তরাজ্য প্রবাসী মনসুর আহমদ খান-এর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে এক সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৭ সেপ্টেম্বর, রোববার দুপুর ১২টায় মাদরাসা মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। ছোট শিক্ষার্থীদের মনোমুগ্ধকর তেলাওয়াত ও নাশীদ পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়, যা উপস্থিত সবাইকে বিমোহিত করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার, হাফিজ তারিকুল ইসলাম, মাওলানা আবু বকর মো. নুরী, মাওলানা মাহবুব আহমদ খান, ইকবাল আহমদ খানসহ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং অত্র মাদরাসার শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মনসুর আহমদ খান তার স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে এ প্রতিষ্ঠানকে অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এসময় দাতাদের পক্ষ থেকে উন্নয়ন কাজে সহায়তার জন্য আট লক্ষ টাকার চেক কমিটির দায়িত্বশীলদের নিকট হস্তান্তর করা হয়।
এ ছাড়া শুভেচ্ছা ফ্লোরের দাতা সদস্যদের অনুদানের কথাও তিনি উল্লেখ করেন এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিশেষে সভাপতির দোয়ার মাধ্যমে সংবর্ধনা ও দোয়া মাহফিলের কার্যক্রম শেষ হয়।




