গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগানের পিকনিক অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮:১৩ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সেন্টার লাইন সিটির “মেমোরিয়েল পার্কে” গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগানের “পিকনিক ২০২৫” গত ৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খাজা আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে দুপুর ৩টায় বেলুন ও প্ল্যাকার্ড উড়িয়ে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করা হয়।
প্রথম পর্বে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. রফিক উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন, মোস্তফা আনোয়ার, মইন উদ্দিন, মৌ. লুৎফুর রহমান, মনাফ আহমদ বাবুল ও লুৎফুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন ফিজারেল স্কুল বোর্ড অব এডুকেশন ট্রাস্টি ও খাজা ট্রাস্টের চেয়ারম্যান ড. খাজা শাহাব আহমদ, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট এসোসিয়েশনের সাবেক সভাপতি ওবায়দুল্লাহ বাবুল ও সাধারণ সম্পাদক এড. দীপক চৌধুরী, বর্তমান সভাপতি নজরুল ইসলাম বদরুল ও সাধারণ সম্পাদক তারিক উদ্দিন, গ্রেটার জৈন্তার সাবেক সভাপতি ওয়ালীউর রহমান, সফিকুর রহমান ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন, গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্টের সাধারণ চেয়ারম্যান মো. আব্দুল খালেক, কানাইঘাট এসোসিয়েশনের সভাপতি শরীফ উদ্দিন আহমদ, জৈন্তাপুর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, চট্টগ্রাম ইউনিভার্সিটি এলামনাই এর সভাপতি সৈয়দ মইন দীপু, কাজী এবাদুল ইসলাম, নজরুল ইসলাম, জিনাত বেগম, মিলটন বডুয়া, মিসেস মিলটন, রতন বডুয়া, সাহেদ আহমদ, কর্নেল হাসান, জসিম, মুরাদ ও এড. সালাউদ্দিন।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন এলিজাবেথ জেনিসন, সুপারিনটেনডেন্ট অব ফিজারেল স্কুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিকদের মধ্যে রেবেকা ইসলাম, শাহীন, কাউন্সিলম্যান নাইম চৌধুরী, শাব্বির খান, সইফ উদ্দিন ভূইয়া, কাজী এবাদুল ইসলাম, নজরুল ইসলাম, ফয়সল আহমদ, দ. সুরমার বাবুল আহমদ, মুক্তা আহমদ, মো. ফয়সল, শিমন, কাজী মঈন উদ্দিন, হা. মৌ. আং বছিত, মৌ. আতিকুর রহমান, সাংবাদিক রানা, ফয়সল আহমদ মুন্না ও পাপিয়া আক্তার, মোস্তফা কামাল, হিমেল বডুয়া ও মিসেস বডুয়া প্রমুখ।
অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে গোয়াইনঘাট থেকে উপস্থিত ছিলেন অধ্যাপক আমিনুল হক, মো. রমিজ উদ্দিন, শাহাজান রহমান মুফিজ, হেলাল আবেদীন, কামাল আবেদীন, মো. সুয়াইব, নিজাম উদ্দিন, আব্দুল হক, এস এম জয়নাল, রায়হান, মাহদী। কোম্পানীগঞ্জ এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক হাজী আব্দুর রকিব, জৈন্তাপুর এসোসিয়েশনের সাব্বির আহমদ, মো. সাব্বির, বেলাল আহমদ, শহীদ আহমদ, কামরুল ইসলাম, সাদেক, বদরুল প্রমুখ। কানাইঘাট এসোসিয়েশনের ফায়জুর রহমান, জয়নাল আহমদ চৌধুরী, এহসান চৌধুরী, মুজিবুর রহমান, ইমাম বাসিত, সুলায়মান, খাজা ফরিদ, খাজা জুয়েল, খাজা নুর উদ্দিন প্রমুখ। এছাড়াও মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তৃতীয় পর্যায়ে মধ্যাহ্নভোজ শেষে শিশু, কিশোর, পুরুষ ও মহিলাসহ ২৫টি ইভেন্টে বিভিন্ন বয়সী প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী মোট ৭৫ জন বিজয়ীকে সংগঠনের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। উপচে পড়া দর্শক ও অতিথিদের উপস্থিতিতে সর্বশেষ আয়োজন ছিল র্যাফেল ড্র। এতে ফ্রিজ, টিভি, ল্যাপটপসহ আরও ২০টি আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ, স্বল্প সময়ে সকলের সহযোগিতায় এ বিশাল আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং বৃহত্তর জৈন্তিয়ার ঐতিহ্যের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।


