শিবিরের বট আইডি দেশের জনসংখ্যার চেয়ে বেশি: ছাত্রদল নেতা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২:০২:৫২ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: বাংলাদেশে যত জনসংখ্যা আছে, তার চেয়ে শিবিরের ‘বট’ (ভুয়া ফেসবুক আইডি) আইডির সংখ্যা বেশি বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটসংলগ্ন আমতলা চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে আমানুল্লাহ আমান বলেন, ‘কোনো এলাকায় শিবিরের মাত্র ১০ জন সদস্য থাকলেও তাদের একজন সভাপতি ফেসবুকে পোস্ট দিলে সেখানে ১০ হাজারের বেশি কমেন্ট দেখা যায়। এগুলোর অধিকাংশই ভুয়া আইডি থেকে করা হয়।’
তিনি আরও বলেন, ‘আমি শিবিরের প্রতি আহ্বান জানাতে চাই—আপনাদের আসল জনবল থাকলে তা প্রকাশ করুন। আড়াল থেকে অন্তর্নিহিত বক্তব্য দিয়ে ছাত্ররাজনীতিতে টিকে থাকা যাবে না। বাংলাদেশের শিক্ষার্থীরা এখন সচেতন। ডাকসু, রাকসু, জাকসুর নির্বাচন হলেই প্রকৃত জনপ্রিয়তা বোঝা যাবে।’
ছাত্রী হলগুলোতে ছাত্রদলের কমিটি না থাকা প্রসঙ্গে জানতে চাইলে আমান বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজনীতি অন্যান্য ক্যাম্পাসের চেয়ে আলাদা। এখানে একটি বিশেষ সংগঠন দুই-তিন স্তরে সংগঠন চালায়। ছাত্রী হলের প্রাধ্যক্ষরাও ছাত্রীদের ইসলামী ছাত্রী সংস্থায় যোগ দিতে চাপ দেন বলে অভিযোগ রয়েছে।’
তিনি দাবি করেন, ‘অনেকে ছাত্রদলে যোগ দিতে চাইলেও ভয়ের কারণে পারছেন না। এমনকি বাম সংগঠনগুলোতেও শিবিরের সদস্যরা অনুপ্রবেশ করেছে। তারা অন্য সংগঠনের পদ নিয়ে থাকলেও প্রকৃতপক্ষে তারা শিবিরের কর্মী।’




