সিলেট: দক্ষিণ বাঘায় সিরাতুন্নবি সা. উপলক্ষে দোয়া মাহফিল ৫ সেপ্টেম্বর
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ৮:৪৮:২৪ অপরাহ্ন
সিরাতুন্নবি সা. উপলক্ষে সিলেটের দক্ষিণ বাঘায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ৫ সেপ্টেম্বর, শুক্রবার। জুমার নামাজের সময় দক্ষিণ বাঘা এলাকার বায়তুল আকমল জামে মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়েছে।
প্রতিটি মুমিনের জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সর্বোপরি জাতীয় ও রাষ্ট্রীয় জীবনে সীরাতে-নবী করিম সা’ এক আলোকিত, সমুজ্জ্বল, পথনির্দেশক। জীবনের প্রতিটি ক্ষেত্র আলোকিত করতে সিরাতে নবী করিম সা এর অপরিসীম ভূমিকা রয়েছে।
দক্ষিণ বাঘায় অনুষ্ঠানের আয়োজন করছে সানরাইজ স্পেকট্রাম পিস হোম, যুক্তরাজ্য। সংগঠনের চেয়ারম্যান আবদুল মুহিত চৌধুরী এর উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানকে সফল করতে সার্বিক সহযোগিতা করছেন—মানিক মিয়া, আলি সাদেক শিপু, মোহাম্মদ ওহিদ উদ্দিন, বশির রাজা চৌধুরী, রুহি আহাদ ও আঙ্গুর আলী।
আয়োজকরা স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষকে দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।—বিজ্ঞপ্তি


