শিক্ষক আব্দুল মতিনকে ভাদেশ্বর নাসির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৫, ৩:১৪:০০ অপরাহ্ন
লন্ডন অফিস: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা যুক্তরাজ্যে বসবাসরতদের উদ্যোগে গত ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার তাঁদের স্বনামধন্য সাবেক শিক্ষক আব্দুল মতিনকে সংবর্ধনা দেয়া হয়েছে।
পূর্ব লন্ডনের জুমেরা ইভেন্ট ভেনুতে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন মোর্শেদ আলম চৌধুরী রাহী এবং পরিচালনা করেন মো. তাজুল ইসলাম। সহযোগিতায় ছিলেন সাহা আলম কাশেম ও আলী আকবর বাবলু। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, যা পরিবেশন করেন রিয়াদ মান্নান।
সংবর্ধিত অতিথি আব্দুল মতিন তাঁর বক্তব্যে ভাদেশ্বর অঞ্চলের অতীত ও বর্তমান শিক্ষা ব্যবস্থার নানা দিক তুলে ধরেন। তিনি ভাদেশ্বর এলাকার শিক্ষার মান উন্নয়নে যুক্তরাজ্যে বসবাসরত প্রাক্তন শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন, “আজকের এই সম্মান আমার জীবনের এক অবিস্মরণীয় মুহূর্ত। তোমাদের সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পেরেছি বলেই আজ তোমরা প্রতিষ্ঠিত। তোমাদের আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা আবেগঘন স্মৃতিচারণ করেন। তাঁদের মধ্য থেকে বক্তব্য রাখেন খালিদ আহমদ মঞ্জু, জাকির হোসেন ফয়সল, সুলতান আহমদ, ডা. আলী জাহান, আব্দুল কাদির জিলানি, সৈয়দ মনজুর হোসেন, খসরুজ্জামান খসরু, সাহাব উদ্দিন সাবু, কাজী সাইফুর রহমান সাফিন, মাহতাব মোমেন, রোমান আহমদ চৌধুরী, আব্দুল মন্নান, দুলাল আহমদ, শাহীন আহমদ, আব্দুল হামিদ, জে. আহমদ হাসান ও সাইদ সালমান প্রমুখ।
উল্লেখ্য, ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের কোনো শিক্ষক যুক্তরাজ্য সফরে আসার পর এই প্রথম সংবর্ধনার আয়োজন করা হলো। প্রাক্তন ছাত্র-শিক্ষকদের এ মিলনমেলায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যা অনুষ্ঠানটিকে প্রাণবন্ত ও স্মরণীয় করে তোলে।



