ফ্রান্সে কাজী নজরুল ইসলাম সেন্টারের পূর্ণাঙ্গ কমিটি গঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৫, ২:৪৪:১৭ অপরাহ্ন
সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক নজমুল হক
প্যারিস প্রতিনিধি : ফ্রান্সে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন সাংগঠনিক উদ্যোগে গঠিত হয়েছে “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার, প্যারিস”-এর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলামের অনুমোদনে সম্প্রতি ঘোষিত এই ২৪ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কবি সোহেল আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাংবাদিক নজমুল হক।
নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন চৌধুরী রেজাউল হায়দার, জাকির খান ও দেলোয়ার হোসেন লিপু, আর যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ময়নুল হক, রুজি বেগম ও নাজমুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোহাম্মদ আজিজুল হক এবং কোষাধ্যক্ষের দায়িত্বে আছেন জুবেল আহমেদ। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জামিল আহমেদ, যাকে সহায়তা করবেন জামিল আহমেদ রায়হান। সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন ইসরাত ফ্লোরা, যিনি সহ-সভাপতি পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন, আর সহ-সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন আরিফ আহমেদ। নাঈম আহমেদ শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক, জায়িমা নাহিয়ান খন্দকার আইন ও অভিবাসন সম্পাদক, জাহেদুল জুনেদ আন্তর্জাতিক সম্পাদক এবং মিজান আলম তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন তাজউদ্দিন, মহিউদ্দিন সোহেল, সোহেল আহমেদ, সাকিবুর রহমান লাভলু, ফয়েজ আহমেদ ও ফখরুল ইসলাম।
কমিটির নেতারা আশা প্রকাশ করেছেন, এই কেন্দ্র ফ্রান্সে প্রবাসী প্রজন্মের মধ্যে নজরুল চর্চার নতুন দিগন্ত উন্মোচন করবে। তাঁরা বলেন, কবি নজরুলের সাহিত্য, সংগীত, মানবতাবাদী দর্শন ও প্রতিবাদী চেতনা ছড়িয়ে দিতে এবং তরুণ প্রজন্মকে সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে যুক্ত রাখতে সংগঠনটি কাজ করবে।


