বিশ্বনাথ মেটারনিটি হাসপাতালের কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৫, ৭:০৮:৩৯ অপরাহ্ন
লন্ডন অফিস: বিশ্বনাথে প্রথম মেটারনিটি হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্যে গত বুধবার ইস্ট লন্ডনের একটি স্থানীয় রেস্টুরেন্টে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত হাসপাতালের উপদেষ্টা, রাগিব-রাবিয়া কলেজের অধ্যাপক ও ওয়েসিস হাসপাতালের পরিচালক ডা. মুস্তাক আহমেদ রুহেল। সভায় সভাপতিত্ব করেন মেটারনিটি হাসপাতালের সভাপতি জনাব আব্দুছ ছোবহান এবং যৌথভাবে পরিচালনা করেন ফাউন্ডার লাইফ মেম্বার আশরাফুল হুদা ও সালেহ আহমেদ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কো-অর্ডিনেটর আখলাকুর রহমান পান্না এবং ফাউন্ডার লাইফ মেম্বার মোহাম্মদ রুহানি, মোহাম্মদ আলি, সৈয়দ রফিকুল হক, জান্নাতুল ইসলাম বাবুল, শামিম আশরাফ ও ইসলাম উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন হোসেন আহমেদ, আমিনুর রহমান সেলিম, মির্জা আবুল কাসেম, রেজাউল ইসলাম, সেলিম মিয়া, কামাল আহমেদ, সুলতান আহমেদ, জুনেদ আহমেদ, সেলিম খান, কামরুল হাসান, গোলাম মস্তফা খান, গিয়াস আহমেদ, খলিলুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মুস্তাক আহমেদ রুহেল বলেন, “যত দ্রুত সম্ভব আমরা মেটারনিটি হাসপাতালের প্রাথমিক কার্যক্রম শুরু করতে যাচ্ছি। কয়েক দিনের মধ্যেই প্রথম তলার কাজ সম্পন্ন করে এন্টি ও পোস্ট ন্যাটাল সেবা কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। এ কাজে যুক্তরাজ্য ও ইউরোপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
সভাপতির বক্তব্যে আব্দুছ ছোবহান বলেন, “বিশ্বনাথে প্রথম মেটারনিটি হাসপাতালের প্রথম তলার কাজ সম্পন্ন করে আমরা অসহায় মা-বোনদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সরবরাহ করতে পারব, ইনশাআল্লাহ। এজন্য কমিউনিটির দানশীল ভাই-বোনদের সহযোগিতা অপরিহার্য। আমরা আশা করি, খুব দ্রুতই হাসপাতালের দ্বিতীয় তলার কাজও শেষ করে পূর্ণাঙ্গ সেবা প্রদান করতে সক্ষম হব।”
বক্তারা আরও বলেন, “হাসপাতালের সাততলা ভবনের কাজ সম্পন্ন করতে প্রায় দুই মিলিয়ন পাউন্ড প্রয়োজন। সিলেটের বিভিন্ন এলাকা থেকে আগত দরিদ্র মা-বোনদের সেবা দেওয়ার জন্য সবাইকে ফাউন্ডার লাইফ মেম্বার হওয়ার আহ্বান জানাচ্ছি।”



