যুক্তরাজ্যে শেষ বিদায়ে ভালবাসায় সিক্ত হলেন সুলতান মাহমুদ শরীফ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৫, ১২:০৪:৩৪ অপরাহ্ন
লন্ডন অফিস: যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি, প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বর্ষীয়ান রাজনীতিবিদ সুলতান মাহমুদ শরীফ-এর নামাজে জানাজা পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে জোহরের নামাজের পর অনুষ্ঠিত হয়েছে। জানাজায় মসজিদটি কানায় কানায় পূর্ণ হয়ে যায় প্রবাসীদের উপস্থিতিতে। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এতে অংশ নেন।
এর আগে দুপুরে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হয়। সেখানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মুক্তিযোদ্ধারা রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন।
মুক্তিযুদ্ধ চলাকালীন ব্রিটেনে জনমত গঠন ও সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সুলতান মাহমুদ শরীফ। প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও কল্যাণে তিনি আজীবন কাজ করে গেছেন।
গত ২৩ আগস্ট, শনিবার ভোরে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। স্ত্রীকে আগেই হারানো এ প্রবীণ নেতা রেখে গেছেন দুই কন্যা, নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য রাজনৈতিক সহকর্মী।


