কাউন্সিল ও আপাসানের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেয়ার ওয়ার্কারদের মতবিনিময়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৫, ৪:৫৯:৩৫ অপরাহ্ন
লন্ডন অফিস: লন্ডনের ঐতিহ্যবাহী কেয়ার সংস্থা আপাসান কেয়ার সম্প্রতি সার্ভিস ইউজারদের কাছে একটি চিঠি প্রেরণ করে জানায় যে, তারা অন্যান্য কেয়ার এজেন্সি ও প্রোভাইডারের কাছ থেকেও সেবা নিতে পারবেন। তবে এ বিষয়ে সংস্থার ফ্রন্টলাইন কেয়ার ওয়ার্কারদের আগেভাগে কিছু জানানো হয়নি।
এই সিদ্ধান্তের কারণে লন্ডনের বাংলাদেশি ও এশিয়ান কমিউনিটিতে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে আপাসান কেয়ারে কর্মরত প্রায় পাঁচশত কেয়ার ওয়ার্কার নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
এই প্রেক্ষাপটে গত ২১ আগস্ট, বৃহস্পতিবার বিকেল ৫টায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের হেলথ ও সোশ্যাল কেয়ারের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কেয়ারার প্রতিনিধি দল আপাসানের সার্ভিস অব্যাহত রাখার পাশাপাশি পাঁচ শতাধিক কর্মীর চাকরির নিরাপত্তা নিশ্চিতে জোর দাবি জানায়।
কাউন্সিল কর্মকর্তারা প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং বিষয়টি নিয়ে কাউন্সিলের উর্ধ্বতন সভায় ইতিবাচক মনোভাব নিয়ে আলোচনা ও বিবেচনার আশ্বাস দেন।
সভায় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, আবুল হোসেন, আশরাফুল আলম, বদরুল ইসলাম, মাজেদ আহমদ, শাহজাহান সাত্তার, আহমদ সাদেক তারেক, সাফিয়া খাতুন, নুর আহমদ, দিলরুবা বেগম, নাসিমা বেগম, হাবিবুর রহমান, এমদাদুল হক সিকদার ও জাসমিন বেগম প্রমুখ।



