গল্প-গান-আড্ডায় আনন্দমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকের বার্ষিক পিকনিক অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৫, ১০:৪৬:৩১ অপরাহ্ন
লন্ডন অফিস: আনন্দ-সৌহার্দ্যের ডালি সাজিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকের উদ্যোগে যুক্তরাজ্যের ওয়েস্ট সাসেক্স উপকূলের বগনার রেজিস সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পিকনিক। অষ্টাদশ শতাব্দীতে পর্যটন শহর হিসেবে পরিচিত এই সৈকতে সদস্য, পরিবার-পরিজন, উপদেষ্টা ও সিনিয়রদের অংশগ্রহণে দিনটি পরিণত হয় এক আনন্দঘন ও অবিস্মরণীয় আয়োজনে।
১৬ আগস্ট শনিবার সকাল ৯টায় লন্ডনের রেডব্রিজ স্টেশনের কার পার্ক থেকে যাত্রা শুরু হয়। অংশগ্রহণকারীরা কোচে ওঠার আগে গ্রুপ ছবি তোলেন। যাত্রাপথ ছিল হাসি-আনন্দ, গান, আবৃত্তি ও আড্ডায় মুখরিত।
পিকনিকের সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, যাকে সহযোগিতা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ব্যারিস্টার এমকিউ হাসানসহ একটি কার্যকরী টিম। অনুষ্ঠান সফল করতে আগেভাগেই গঠন করা হয় ছয়টি কার্যকরী গ্রুপ।
উপদেষ্টা এস.বি. ফারুক, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান এবং ব্যারিস্টার নাজির উদ্দিন চৌধুরী বাবর উপস্থিত থেকে পিকনিকের মর্যাদা বাড়ান। এছাড়াও সংগঠনের সিনিয়র সদস্য মারুফ চৌধুরী, আব্দুর রাকিব, নিলুফা ইয়াসমীন হাসান, সিরাজুল বাসিত কামরান চৌধুরীসহ আরও অনেকে পরিবার-পরিজন নিয়ে অংশ নেন।
সকালের নাশতা পরিবেশনের পর পৌঁছানো হয় বগনার রেজিস সৈকতে। সেখানে আয়োজিত হয় শিশু-কিশোর ও নারী-পুরুষদের জন্য নানা প্রতিযোগিতা। মহিলাদের ব্লাইন্ডফোল্ড টিপ প্রতিযোগিতা, পুরুষদের বিন ব্যাগ রেসসহ প্রতিটি খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
বগনার রেজিস সি বিচে পৌঁছানোর পর এরিনা সিদ্দিকীর নেতৃত্বে একটিভিটি টিম আয়োজন করে নানা প্রতিযোগিতা। যার মধ্যে মহিলাদের ব্লাইন্ডফোল্ড টিপ পরানো। সেই প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন শবনম, দ্বিতীয় স্থান লাভ করেন মুন্নি এবং তৃতীয় হন করেন রিপা রাকিব । পুরুষের বিন ব্যাগ রেসে প্রথম হয়েছেন নিয়াজী, দ্বিতীয় সৈয়দ জাফর এবং তৃতীয় হয়েছেন মতিন চৌধুরী। প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের উপদেষ্টা এস বি ফারুক, উপদেষ্টা আবু মুসা হাসান, উপদেষ্টা ব্যারিষ্টার নাজির উদ্দিন চৌধুরী, আব্দুল রাকিব, ইসমাইল হোসেন এবং এমকিউ হাসান। আকর্ষণীয় র্যাফেল ড্র আয়োজন করা হয়, যেটি পরিচালনা করেন সংগঠনের অফিস সেক্রেটারী মিজানূর রহমান।
খাবারের আয়োজন ছিল ভিন্ন মাত্রার—সকালে নাস্তা, দুপুরে সুস্বাদু গরম খাবার এবং কেক কাটা অনুষ্ঠান সবাইকে আনন্দিত করে। সৈকতে সাঁতার, ছবি তোলা ও আড্ডার মধ্য দিয়ে দিনটি কাটান অংশগ্রহণকারীরা।
ফেরার আগে শুরু হয় প্রাণবন্ত ‘আনতাক্ষরী’ প্রতিযোগিতা, যেখানে দু’দলই নিজেদের জয়ী ঘোষণা করে হাসি-আনন্দে মেতে ওঠেন। বিকেল সাড়ে পাঁচটায় কোচ লন্ডনের উদ্দেশে যাত্রা করে।
অংশগ্রহণকারীরা এক বাক্যে স্বীকার করেছেন—২০২৫ সালের এই পিকনিক শুধু একটি সামাজিক অনুষ্ঠান নয়; এটি ছিল প্রবাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সম্প্রীতি, বন্ধুত্ব ও স্মৃতির উৎসব।
সংবাদ বিজ্ঞপ্তি



