মিশিগান ষ্টেটে “ফ্যামিলি সেফটি ডে” অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৫, ৩:১৩:২৫ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: শনিবার, ১৬ই আগস্ট, যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির হলমিচ পার্কের নর্থ প্যাভিলিয়নে “ফ্যামিলি সেফটি ডে” সফলভাবে সম্পন্ন হয়। এ আয়োজনে অংশগ্রহণ করে ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্ট, ওয়ারেন ফায়ার ডিপার্টমেন্ট, ওয়ারেন CERT (কমিউনিটি ইমার্জেন্সি রেসপন্স টিম), CARE অফ সাউথইস্টার্ন মিশিগান এবং ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটর পিটার লুসিডোর অফিস।
ওয়ারেন ক্রাইম কমিশনের সেফটি ডে সাব-কমিটির দায়িত্বে ছিলেন চেয়ারম্যান এঞ্জেলা মিডলসওর্ট, কমিশনার সুমন কবীর, কায়লা প্রভেজনিক, জেডি মার্শাল, ট্রেসি আলম এবং জা জা বোকার। এছাড়াও উপস্থিত ছিলেন কমিশন সেক্রেটারি ট্রেসি এন্ট্রিকিন্স, সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট মিশেল মার্টিন, কমিশনার রেক্স মার্শাল, ভাইস প্রেসিডেন্ট জে জ্যাকসন, কমিশনার নাজিম আহমেদ এবং কমিশনার জন হারিসন।
অনুষ্ঠানে বিনামূল্যে আইসক্রিম বিতরণ, খাবারের ভেন্ডর, অপরাধ প্রতিরোধ বিষয়ক পরামর্শ, স্মোক ডিটেক্টর প্রোগ্রামে নাম নিবন্ধন, নিরাপত্তা নির্দেশিকা, CERT CPR ডেমোনস্ট্রেশন, ওভারডোজ প্রতিরোধ সম্পর্কিত তথ্য, রক্তচাপ ও গ্লুকোজ পরীক্ষা, ড্রোন প্রদর্শনী এবং পুলিশ ডিপার্টমেন্টের কমিউনিটি অফিসারদের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ ছিল।
বিকেল ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এ আয়োজনে উপস্থিত ছিলেন স্টেট রিপ্রেজেন্টেটিভ মাইক মেকফল, ওয়ারেন সিটি মেয়র লরি স্টোন, জজ স্টিভেন বিডা, কাউন্সিল সেক্রেটারি মিন্ডি মওর, মেয়র প্রো-টেম ডেভ ডওয়ার, কাউন্সিলম্যান জোনাথন লাফার্টি, পুলিশ কমিশনার এরিক হকিন্স, পুলিশ ক্যাপ্টেন পল হুটাস এবং ফায়ার ডিপার্টমেন্ট চিফ উইলবার্ট ম্যাকঅ্যাডাম।
বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির অনেক পরিবার-পরিজনসহ অংশ নেন। প্রবীণ কমিউনিটি নেতা হাজী নিজাম আহমেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (বাম)-এর সভাপতি জাভেদ চৌধুরী, তথ্য ও প্রচার সম্পাদক তাহমিদ চৌধুরী, ব্যবসায়ী শফিউল আলম ও তাঁর পরিবারসহ অনেকেই উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন। বিশেষ করে শিশুদের জন্য ফায়ার ডিপার্টমেন্টের পানির ফোয়ারা ও পুলিশের গাড়িতে ওঠার অভিজ্ঞতা ছিল অন্যতম আকর্ষণ।
অতিথিরা তাঁদের বক্তব্যে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরে আয়োজক ওয়ারেন ক্রাইম কমিশনকে ধন্যবাদ জানান।


