লন্ডনে বঙ্গবন্ধুর ৫০তম মৃত্যুবার্ষিকীতে মোমবাতি প্রজ্বলন ও নীরবতা পালন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৫, ৯:০৯:৫০ অপরাহ্ন
জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) রাত ৮টা ৩০ মিনিটে লন্ডনের আলতাব আলী পার্কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে মোমবাতি প্রজ্বলন ও নীরবতা পালন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক সংগ্রাম প্রতিদিন পত্রিকার যুক্তরাজ্য প্রতিনিধি, ভয়েজ ফর হিউম্যান রাইটস (VHR) এবং বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের সদস্য ছামিয়া আক্তার সুরভী।
এ সময় উপস্থিত ছিলেন ভয়েজ ফর হিউম্যান রাইটস-এর মাইনরিটি সেক্রেটারি শাহিদা আক্তার রিভা, হাবিবা আক্তার, নাদিয়া আফরিন, উম্মে জান্নাত ফেরদৌস, সাবিনা বেগম, নাদিয়া আক্তার, রুবেল মিয়া, শোহাদা বেগমসহ যুক্তরাজ্যের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করা হয়। বাংলাদেশে শোক দিবস পালন করতে গিয়ে যারা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের প্রতি সহানুভূতি প্রকাশ ও নির্যাতনের নিন্দা জানানো হয়। পাশাপাশি ধানমন্ডি ৩২ পুনর্নির্মাণের আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়।
আলোচনায় বক্তারা বলেন—একাত্তর, বঙ্গবন্ধু ও জয় বাংলা—এই তিনটি বিষয়ে বাঙালি কোনো ছাড় দেবে না, কোনো আপোষ নয়। একাত্তরের মহান মুক্তিযুদ্ধই বাংলাদেশ সৃষ্টি করেছে, সেটি অস্বীকার করা মানে বাংলাদেশকে অস্বীকার করা। বঙ্গবন্ধু ও জয় বাংলা মুক্তিযুদ্ধের সাহস ও শক্তির উৎস। বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশও থাকত না।
সুতরাং, বক্তারা দৃঢ়ভাবে উল্লেখ করেন—এই তিনটি বিষয়ে কোনো আপোষ নেই।



