লন্ডনে ইস্টহ্যান্ড চ্যারিটির ‘উইমেন সোশ্যাল সেশন’ অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৫, ৫:২৯:২৪ অপরাহ্ন
লন্ডন অফিস: ইস্টহ্যান্ড চ্যারিটির উদ্যোগে প্রথমবারের মতো লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ‘উইমেন সোশ্যাল সেশন’। শুধুমাত্র নারীদের জন্য বিশেষ এই আয়োজনটি হয় বুধবার, ৬ আগস্ট সন্ধ্যায় লন্ডন বাংলা প্রেস ক্লাবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ফিরোজা ভুইয়া এবং বিশিষ্ট সঙ্গীতশিল্পী রওশন আরা মণি।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন উইমেন সোশ্যাল সেশনের কো-অর্ডিনেটর ফাহিমা নিপা। উপস্থাপনায় ছিলেন অভিনয়শিল্পী রোকসানা হাসি সোনিয়া ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট শারমিন চৌধুরী। শুরুতে মাহনূর সাফা পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন।
আরো পড়ুন ➡️ দশ মিলিয়ন পাউন্ড ব্যয়ে সিলেটে নির্মিত হচ্ছে এনআরবি হাসপাতাল
নিউট্রিশান এবং হেলদি লাইফস্টাইল বিষয়ক মূল আলোচনায় ডক্টর ফিরোজা ভুইয়া বলেন, বেচে থাকার জন্যে আমরা খাবার খেয়ে থাকি। আমাদের এ খাবার যেনো সুনির্বাচিত এবং স্বাস্থ্যসম্মত হয়, সেদিকে বিশেষ খেয়াল দিতে হবে।
উক্ত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শল্পীর ওশন আরা মণি। অনুষ্ঠানে আন্তাকসারিতে প্রায় সকলেই অংশ নিয়ে আনন্দ উপভোগ করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্নিগ্ধা মিষ্টি, আমিনা বেগম, শারমিন হোসাইন বহ্নি, রাবেয়া পাপিয়া, রিয়া রায়, দিলরুবা ইয়াসমিন রুহি, ইয়াসমিন বেগম, নাহিদ সুলতানা, প্রমুখ।
নৈশভোজের পর হুমায়রার হৌম মেইড কেইক কেটে অনুষ্ঠান সমাপ্তি হয়।



