দশ মিলিয়ন পাউন্ড ব্যয়ে সিলেটে নির্মিত হচ্ছে এনআরবি হাসপাতাল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৫, ৫:১৩:৫১ অপরাহ্ন
লন্ডন অফিস: প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে সিলেটে ১০ মিলিয়ন পাউন্ড ব্যয়ে নির্মাণাধীন আন্তর্জাতিক মানের এনআরবি হাসপাতাল (NRB Hospital)-এর দ্বিতীয় ধাপের তহবিল সংগ্রহ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫। ‘Phase Two Fundraising Event’ শিরোনামের এই বিশেষ ফান্ডরেইজিং ডিনার আয়োজন করা হবে পূর্ব লন্ডনের রমফোর্ডে অবস্থিত দ্যা সিটি প্যাভেলিয়ান ভেনুতে সন্ধ্যা ৭টায়।
এ উপলক্ষে শুক্রবার (৮ আগস্ট) পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে এনআরবি হাসপাতালের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান বলেন “আমরা কেবল একটি হাসপাতাল গড়ছি না, আমরা গড়ছি একটি ভবিষ্যৎ এবং একটি স্বপ্ন। এই হাসপাতাল হবে স্বাস্থ্য, আশা ও মানবতার ভিত্তি।”
তিনি আরও বলেন, এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশীদের জন্য শুধু একটি দান নয়, বরং মাতৃভূমির মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতিফলন।
প্রবাসীদের অর্থায়নে গড়ে ওঠা এই হাসপাতাল সিলেটসহ দেশের প্রান্তিক ও গ্রামীণ জনগণের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা নিশ্চিত করবে। এর ফলে সাশ্রয়ী মূল্যে আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
উল্লেখ্য, প্রথম ধাপের তহবিল সংগ্রহ সফলভাবে সম্পন্ন হওয়ার পর দ্বিতীয় ধাপের জন্য এই আয়োজন করা হচ্ছে, যাতে বৃহত্তর পরিসরে প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব হয়।
আরো পড়ুন ➡️ গ্রেটার কামাল বাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের নতুন কমিটি গঠন
এই প্রকল্পটি প্রমাণ দিচ্ছে, কীভাবে প্রবাসী বাংলাদেশীরা বিশ্বব্যাপী তাদের প্রতিভা ও কষ্টে অর্জিত অর্থকে কাজে লাগিয়ে বাংলাদেশের জন্য একটি টেকসই হাসপাতালের ভিত্তি গড়ে তুলতে পারেন। এই মহতী অনুষ্ঠানে অংশ নেবেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুণীজন, চিকিৎসক থেকে শুরু করে আইনজীবী, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও রাজনীতিবিদসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্মানিত প্রবাসী বাংলাদেশীরা। তাঁরা শুধু আর্থিকভাবে সাহায্যই নয়, বরং পেশাগত পরামর্শ, নেটওয়ার্কিং ও নেতৃত্ব দিয়ে এই উদ্যোগকে এগিয়ে নিচ্ছেন, এগিয়ে নিবেন এবং সফল করবেন, ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন অনেক প্রবাসী বাংলাদেশীরা এই মহতী উদ্যোগে দান করে হাসপাতালের মাটি ভরাটের কাজ সম্পন্ন করেছেন।
তিনি আরো বলেন, ইভেন্টে অংশগ্রহণকারীরা ‘Founder Member’ (£১,০০০) থেকে শুরু করে ‘Patron’ (£৫০,০০০) পর্যন্ত বিভিন্ন স্তরে অংশ নিতে পারবেন। রয়েছে এককালীন বা ১–৫ বছর মেয়াদে কিস্তিতে দানের সুযোগ। প্রতিটি স্তরের সঙ্গে থাকছে আজীবন স্বাস্থ্যসেবা, সম্মাননা ও পরিবারের জন্য বিশেষ সুবিধা ব্যবস্থা।
হাসপাতালের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে রয়েছে; ২৫০টি ইনপেশেন্ট বেড, ৫০টি আইসিইউ বেড, ১২টি অপারেশন থিয়েটার, আধুনিক টেলিমেডিসিন ও ডায়াগনস্টিক সুবিধা, একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট।
প্রথম ধাপের তহবিল সংগ্রহে উমরপুর ও আশারকান্দি ইউনিয়নের প্রবাসীরা মিলে ১৫০+ সম্মানিত দাতা সদস্য £২.৫ মিলিয়ন পাউন্ডের প্রতিশ্রুতি দিয়েছেন। ইতিমধ্যে সিলেটে পাঁচ একর জমি অধিগ্রহণ করে শুরু হয়েছে আর্কিটেকচারাল ও ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এনআরবি হাসপাতালের চেয়ারম্যান ও সিইও ব্যারিস্টার লুৎফুর রহমান, সিনিয়র প্রোগ্রাম ডাইরেক্টর শফিকুল ইসলাম শিকদার, ব্রান্ডিং এন্ড মার্কেটিং ডাইরেক্টর আরাফ বিন তারেক।



