লন্ডনে প্রথম সিলেট নির্মাণ স্কুল ক্রিকেট লিজেন্ডস ট্রফি ২০২৫ সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৫, ১১:১৬:৩৪ অপরাহ্ন
শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল চ্যাম্পিয়ন
লন্ডন অফিস: সিলেটের প্রবাসী শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত প্রথম সিলেট নির্মাণ স্কুল ক্রিকেট লিজেন্ডস ট্রফি ২০২৫-তে শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। লন্ডনের সেভেন কিংস মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় ৭ আগস্ট বৃহস্পতিবার। দুপুর একটায় খেলা শুরু হয়েছিল।
এতে ফাইনাল ম্যাচে জামিয়া স্কুলের জাহিদ ৫৪ রানের অসাধারণ ইনিংস খেলে ম্যাচ সেরা হন। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হন জনি এবং সর্বোচ্চ উইকেট শিকারি হন আবু জায়েদ রাহী।
সমাপনী অনুষ্ঠানটি পরিচালনা করেন টুর্নামেন্ট পরিচালক মারুফ হাসান এবং জুয়েল চৌধুরী। এতে উপস্থিত ছিলেন আয়োজকবৃন্দ রেজাউল হক রনি, হাসান আব্দুল্লাহ, আমজাদ আলী মিসবাহ ও এনামুল হক।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত রাজনীতিবিদ রেজাউল হাসান কয়েছ লুদি, ক্রীড়া ব্যক্তিত্ব জনাব শহিদুল আলম রতন, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স-এর প্রেসিডেন্ট রফিক হায়দার, যে ফর সিকিউরিটি-এর জুয়েল চৌধুরী, দি এইডেড হাইস্কুলের সাবেক শিক্ষক ফজলুর রহমান, জামিয়ার সাবেক প্রিন্সিপাল আব্দুর শাকুর, সাবেক জাতীয় ক্রিকেটার নাসিরুল আলম নাহিদ, জামিয়ার প্রাক্তন ক্রিকেটার সৈয়দ নাদির আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন এহতেশাম উদ্দিন বুলবুল, হাজী সিদ্দিকুর রহমান, আমির খসরু, আব্দুর রাকিব সহ আরও অনেকে।
চারটি স্কুল অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে। সেগুলো হল, শাহজালাল জামিয়া ইসলামিয়া, দি এইডেড হাই স্কুল, সরকারি পাইলট স্কুল, ব্লু বার্ড হাই স্কুল।
সমাপনী পর্বে চ্যাম্পিয়ন ট্রফি হস্তান্তর করেন শহিদুল আলম রতন এবং রেজাউল হাসানরেজাউল হাসান কয়েছ লুদি। টুর্নামেন্টের টাইটেল স্পনসর ছিলেন: স্মার্ট মুভ এডুকেশন গ্রুপ এবং ক্যাম্পাস গ্রুপ।
টুর্নামেন্টে উপস্থিত সকল অতিথিবৃন্দ খেলার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন। আয়োজকগণ টুর্নামেন্টে অংশগ্রহণ ও সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী বছরগুলোতে আরও স্কুল যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন।



