নারী—পুরুষ: কার ব্রেন বেশি শক্তিধর?
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৫, ৫:৩২:১৯ অপরাহ্ন
সারওয়ার চৌধুরী
পরিস্কার উত্তরটি লেখার শেষে পাবেন। তার আগে বিশ্লেষণ পড়ে নেওয়া যাক। পুরুষ ও নারীর মস্তিষ্কের গঠন ও কার্যাবলী নিয়ে অনেক গবেষণা হয়েছে। ওসব গবেষণায় কিছু পার্থক্য পাওয়া গেছে। সাধারণভাবে, পুরুষদের মস্তিষ্ক নারীদের তুলনায় সামান্য বড় হয়, তবে এর মানে এই নয় যে তারা বেশি বুদ্ধিমান বা তাদের মস্তিষ্কের কার্যকারিতা বেশি।
মস্তিষ্কের গঠন ও সংযোগ নিয়ে একাধিক নিউরোইমেজিং স্টাডিতে দেখা গেছে, নারীদের মস্তিষ্কে বাম ও ডান হেমিস্ফিয়ারের মধ্যে Cross-hemispheric connectivity — দুই হেমিস্ফিয়ারের (মস্তিষ্কের দুই অর্ধাংশের) মধ্যে সংযোগ বেশি, যা বহু কাজ একসাথে করা, সামাজিক বোধ এবং ইমোশনাল ইন্টেলিজেন্স-এ সহায়ক। পুরুষদের মস্তিষ্কে একই হেমিস্ফিয়ারের মধ্যে Intra-hemispheric connectivity — একই হেমিস্ফিয়ারের (একই অর্ধাংশের) মধ্যে সংযোগ বেশি থাকে, যা নির্দিষ্ট সমস্যা সমাধান, লজিক্যাল প্রসেসিং এবং মোটর পরিচালনার দক্ষতাতে সহায়তা করে।
আইকিউ ও বুদ্ধিমত্তার টেস্ট
গড়পড়তা আইকিউ-তে নারী-পুরুষের মধ্যে তেমন পার্থক্য নেই।
কিছু গবেষণায় দেখা যায় পুরুষদের আইকিউ স্কোরে বৈচিত্র বেশি—অর্থাৎ তারা হয়তো অনেক নিচু বা অনেক উঁচু স্কোরে যেতে পারে।
নারীদের তাদের আইকিউ স্কোর বেশি সংখ্যায় গড়ের কাছাকাছি।
কোন ক্ষেত্রে কে এগিয়ে?
ভাষা (Verbal ability): নারীরা সাধারণত এগিয়ে, পুরুষরা কিছুটা দুর্বল।
স্পেসিয়াল রিজনিং (3D Visualization, মানচিত্র বোঝা): নারীরা তুলনামূলক দুর্বল, পুরুষরা এগিয়ে।
আবেগ ও সহানুভূতি বোঝা: নারীরা বেশি সংবেদনশীল, পুরুষরা তুলনামূলক কম।
দ্রুত সিদ্ধান্ত নেয়া ও ঝুঁকি নেয়া: নারীরা কম ঝুঁকিপ্রবণ, পুরুষরা বেশি ঝুঁকিপ্রবণ।
একাধিক কাজ একসাথে করা (Multitasking): নারীরা বেশি দক্ষ, পুরুষরা কম।
হরমোনের প্রভাব
টেস্টোস্টেরন (Testosterone) পুরুষদের মস্তিষ্কের নির্দিষ্ট অঞ্চলে স্থানিক দক্ষতা (spatial ability) বাড়াতে পারে।
ইস্ট্রোজেন (Estrogen) নারীদের ভাষা ও আবেগ সংক্রান্ত কেন্দ্রগুলোর সংযোগে প্রভাব ফেলতে পারে।
তাহলে কে বেশি সক্ষম?
নারী এবং পুরুষের মস্তিষ্ক গঠনে ও কার্যপ্রণালীতে আলাদা, কিন্তু কারো মস্তিষ্ক ‘বেশি শক্তিশালী’ — এই ধারণা বৈজ্ঞানিকভাবে ভুল ও বিভ্রান্তিকর।
সঠিক উত্তর হতে পারে—
নারী ও পুরুষের মস্তিষ্ক সমানভাবে সক্ষম, তবে তারা ভিন্ন ধরণের দক্ষতায় পারদর্শী। এই বৈচিত্র্যই মানব সভ্যতার শক্তি।
তথ্যসূত্র:
Ragini Verma et al., “Sex differences in the structural connectome of the human brain,” PNAS (2014).
Richard Lynn & Paul Irwing, “Sex differences in general population and high-scoring groups on mental tests: A meta-analysis,” British Journal of Psychology (2004).
Halpern, D. F. (2012). “Sex differences in cognitive abilities”Baron-Cohen, S. (2003). “The Essential Difference: Male and Female Brains and the Truth About Autism”.
Kimura, D. (2000). “Sex and Cognition”.




