বিবিসিসিআই- লন্ডন বাংলা প্রেস প্রেসক্লাবের প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৫, ৩:৩১:৪৭ অপরাহ্ন
লন্ডন অফিস: ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাথে লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের দুটি ম্যচেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লন্ডন বাংলা প্রেস ক্লাব টিম।
বিবিসিসিআই প্রথম ইনিংস ১৪৮/৪, ১৫ ওভারে এলবিপিসি দ্বিতীয় ইনিংস ১৪৯/২, ১৪ ওভারে এলবিপিসি ৮ উইকেটে জয় ছিনিয়ে আনে। এখলাছুর রহমান পাক্কু টানা নট আউটে ৭০ রান অর্জন করে, ম্যান অফ দ্য ম্যাচ এর শিরোপা অর্জন করেন প্রেস ক্লাবের সদস্য মারুফ আহমেদ।
আরো পড়ুন ➡️ থাইরয়েড স্বাস্থ্যের জন্য গেম-চেঞ্জার খাবার হাতের কাছেই
৩ আগস্ট রোববার দুপুরে পুর্ব লন্ডনের গুডমেইজ ক্রিকেট গ্রাউন্ডে জমে উঠেছিল দিনব্যাপী টুর্নামেন্ট আয়োজন। যুক্তরাজ্যের বাংলাদেশী ব্যবসায়ীদের অন্যতম শীর্ষ সংগঠন বৃটিশ-বাংলাদেশ চেম্বার্স অব কমার্স (বিবিসিসিআই) এবং বৃটেনের বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যরা মুখোমুখি হয়েছেন এই খেলায়।
কমিউনিটির এই দুই সংগঠনের প্রীতি ক্রিকেট ম্যাচ উপভোগ করার জন্য লন্ডন ছাড়া ও অন্যান্য শহর থেকে উভয় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। বিবিসিসিআই’র প্রেসিডেন্ট রফিক হায়দার, সাবেক প্রেসিডেন্ট ও দলের অধিনায়ক বশির আহমেদ, ডিরেক্টর জেনারেল দেওয়ান মাহদী, লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট মনির আহমেদ, জেনারেল সেক্রেটারি তোফাজ্জল আলম, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের, প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মুহিব চৌধুরী সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী ও ইভেন্টস এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারী রুপি আমিনসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলার আয়োজকরা বলেন, এই খেলায় হার-জিত থাকবেই, তবে অংশগ্রহণটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রবাসে আমাদের কমিউনিটি সংগঠনগুলোর মাঝে পারস্পরিক সম্প্রীতি ও বন্ধন গড়ে তুলতে এই আয়োজন বড় ভূমিকা রাখবে। ভবিষ্যতে এমন আয়োজন আরও হোক, সেটাই প্রত্যাশা।



