বৃস্টলে শাহজালাল জামে মসজিদের সম্প্রসারণ উদ্বোধন, ঐক্যের অনন্য দৃষ্টান্ত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৫, ১:৫১:২৭ অপরাহ্ন
লন্ডন অফিস: বিস্তারিত পরামর্শ, পরিকল্পনা ও অক্লান্ত পরিশ্রমের পর ২৭ জুলাই বৃস্টলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে শাহজালাল জামে মসজিদের বহুল প্রতীক্ষিত সম্প্রসারণ প্রকল্প। হৃদয়স্পর্শী এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন স্থানীয় কমিউনিটির বিশিষ্টজন, মসজিদের ট্রাস্টি সদস্য এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত শুভানুধ্যায়ীরা।
এই উদ্বোধনী অনুষ্ঠানটি মসজিদের উন্নয়নের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। মূলত এটি স্থানীয় মুসলিম কমিউনিটির ঐক্য, দূরদৃষ্টি এবং ক্রমবর্ধমান প্রয়োজনের প্রতিফলন।
অনুষ্ঠানের বিশেষ মুহূর্তগুলো
উদ্বোধনী বক্তব্য প্রদান করেন প্রভাবশালী কমিউনিটি নেতা, মসজিদের ট্রাস্টি ও চ্যানেল এস-এর চেয়ারম্যান আহমেদ-উস-সমাদ চৌধুরী জেপি। তিনি মসজিদের সামাজিক সংহতি ও আত্মিক উন্নয়নে ভূমিকা এবং এমন প্রকল্পের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। তার উপস্থিতি পুরো আয়োজনকে এক বিশেষ মর্যাদা এনে দেয়।
শাইখ মোস্তাফিজুর রহমানি এক আত্মিক অনুপ্রেরণাদায়ক বক্তব্য প্রদান করেন। তিনি ইসলামে মসজিদের গুরুত্ব এবং এর সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণে অংশগ্রহণের ফজিলত স্মরণ করিয়ে দেন।
চ্যানেল এস-এর একটি নিবেদিত টিম পুরো অনুষ্ঠানটি কভার করেছে। এতে আয়োজনের তাৎপর্য ও মহৎ উদ্দেশ্যকে বৃহত্তর কমিউনিটির সামনে তুলে ধরতে সক্রীয় ভূমিকা রেখেছে।
কমিউনিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ব্রিস্টল, বাথ ও ওয়েস্ট-এর সভাপতি মোহাম্মদ আইনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মুরশেদ আহমেদ মতসসির।
মসজিদের ট্রাস্টি সদস্য শহির উদ্দিন চৌধুরী ও ইমাম আজিজুর রহমান খান আজকের অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সম্প্রসারণ প্রকল্পের তাৎপর্য
নতুন সম্প্রসারণে যা অন্তর্ভুক্ত হয়েছে তা হল—
ক্রমবর্ধমান মুসল্লিদের জন্য বাড়তি নামাজের জায়গা
শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য উন্নত ইসলামী শিক্ষার ক্লাসরুম
নারীদের জন্য পৃথক নামাজ ও কমিউনিটি কার্যক্রমের স্থান
উন্নত অজু ও প্রবেশগম্যতা সুবিধা
কমিউনিটির অংশগ্রহণ
বক্তারা বলেন, ‘‘এই অর্জন সম্ভব হয়েছে স্থানীয় মুসলিম কমিউনিটির উদার অর্থসাহায্য, সময় এবং দোয়ার মাধ্যমে। এটি প্রমাণ করে যে, আল্লাহ্র (সুবহানাহু ওয়া তায়ালা) সন্তুষ্টির জন্য একসাথে কাজ করলে কত বড় কিছু অর্জন করা যায়। আমরা দোয়া করি, আল্লাহ্ এই প্রচেষ্টাকে কবুল করুন, সংশ্লিষ্ট সকলকে বরকত দিন এবং শাহজালাল জামে মসজিদকে আগামী প্রজন্মের জন্য জ্ঞান, ঐক্য ও আধ্যাত্মিকতার আলোকবর্তিকা হিসেবে প্রতিষ্ঠিত রাখুন’’।



