মিশিগানে কানাইঘাটবাসীর বনভোজন অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৫, ১১:৫৭:২৬ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগানে কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন আয়োজন করে নান্দনিক বনভোজনের।
রোববার স্থানীয় সময় দুপুরে ম্যাডিসন হাইটস শহরের সিভিক সেন্টার পার্কে মনোমুগ্ধকর এই আয়োজন অনুষ্ঠিত হয়। মিশিগানে বসবাসরত কানাইঘাটবাসীর মধ্যে পারস্পরিক সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে এই বনভোজনের আয়োজন করা হয়। এছাড়া আগামীতে আরও বড় পরিসরে বনভোজনের পরিকল্পনা ও কানাইঘাটী খাবারের মেলা করার চিন্তাও রয়েছে এসোসিয়েশনের।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর অতিথিদের নিয়ে বনভোজনের উদ্বোধন করেন এসোসিয়েশনের সভাপতি শরিফ উদ্দিন আহমেদ।
সিলেটের কানাইঘাট উপজেলার প্রবাসীসহ বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক সদস্য অংশ নেন এ আয়োজনে। অনুষ্ঠানমঞ্চে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, গ্রাজুয়েটদের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক পরিবেশনা ও প্রীতিভোজ।
ছোট-বড়, নারী-পুরুষ সবার জন্য ছিল ক্রীড়া প্রতিযোগিতার নানা আয়োজন। এসোসিয়েশনের সভাপতি শরিফ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থাপকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান। কোরআন তেলাওয়াত করেন রাদি আহমেদ। দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সুলায়মান আল মাহমুদ।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা খাজা শাহাব উদ্দিন আহমেদ, উপদেষ্টা মায়েন উদ্দিন আহমেদ, কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব খাজা ফরিদ উদ্দিন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক কয়েছ আহমদ, অর্থ সম্পাদক শাহরিয়ার রহমান, সহ-অর্থ সম্পাদক আহসান হাবিব চৌধুরী ইমরান, যুব বিষয়ক সম্পাদক খাজা আফজাল হোসেন, নির্বাহী সদস্য ফয়জুর রহমান প্রমুখ। বনভোজনে আগত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বনভোজন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।


