মিশিগানে জুড়ি সমাজকল্যাণ সংস্থার বনভোজন সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৫, ১২:৪৭:৩০ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি:
যুক্তরাষ্ট্রের মিশিগানে জুড়ি সমাজকল্যাণ সংস্থার বার্ষিক বনভোজন অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হয়েছে গত রোববার ওয়ারেন সিটির হলমিচ পার্কে। বনভোজনে প্রবাসী জুড়িবাসী সহ বিভিন্ন এলাকার প্রবাসী বাংলাদেশিরা এতে অংশগ্রহণ করেন।
সংগঠনের সভাপতি মোহাম্মদ শরীফ উদ্দীন ও সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বনভোজনে আগত অতিথিদের অভ্যর্থনা জানান।
দুপুরে সংগঠনের কমিটির সদস্যদের নিয়ে পরিচিতি পর্ব ও উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় প্রবাসে জুড়ীবাসীর মিলনমেলা।
এতে মিশিগান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, এছাড়া বনভোজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সাবেক সচিব মোঃ আব্দুর রউফ, এছাড়া আরো উপস্থিত ছিলেন সিটি অফিসিয়াল, আগামী সিটি ও স্টেট নির্বাচনে বিভিন্ন পদের প্রার্থীসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিন ব্যাপী এ আয়োজনে ছোট-বড় সবার জন্য ছিলো বিভিন্ন খেলাধূলা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। দীর্ঘদিন পর একে অন্যের সাথে দেখা হওয়ায় প্রাণ খুলে আড্ডা, বাঙালির ঐতিহ্যের বিভিন্ন খেলার প্রতিযোগিতায় মেতে ওঠেন বনভোজনে আসা প্রবাসী বাংলাদেশীরা। এবারের জুড়ি সমাজকল্যাণ সংস্থার বনভোজনে বিশেষ আর্কষণ ছিল রাফেল ড্র এতে ছিলো রেফ্রিজারেটর, টিভি, ফোন সহ অসংখ্য পুরস্কার, বিকালে পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হয় বনভোজনের আনুষ্ঠানিকতা।


