ঢাকা বিভাগ কল্যাণ সংঘ মিশিগানের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৫, ১২:০২:৫৪ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: রবিবার যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের রচেস্টার মিউনিসিপাল পার্কে অনুষ্ঠিত হলো ঢাকা বিভাগ কল্যাণ সংঘের বার্ষিক বনভোজন ২০২৫।
বনভোজনের বিশেষ আকর্ষণ ছিলো বিভিন্ন ধরনের দেশীয় খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান র্র্যাফেল ড্র এবং মধ্যাহ্ন ভোজ। দেবাশীষ দাস এর সভাপত্বিতে এবং সাধারণ সম্পাদক মাহাবুব রাব্বি খান এর পরিচালনায় বনভোজন এর অনুষ্ঠানটি পরিপূর্নতা পাই, আয়োজকরা জানান বনভোজনের মুল পতিপাদ্য বিষয় বাংলাদেশের সংস্কৃতি উর্বর ইতিহাস বিদেশে বেড়ে উঠা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। সকলে আনন্দঘন পরিবেশে উপভোগ করেন সাংস্কৃতিক পর্ব, সংগীত পরিবেশন করেন আমজান হোসেন, আসমা আখতার শান্তা ও কাফি খান।
আরো পড়ুন ➡️ মিশিগানে ইহদিনার ব্যতিক্রমী আয়োজন ‘স্পোর্টস ডে’ সম্পন্ন
সব শেষে খেলাধুলা ও লটারিতে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
ঢাকা বিভাগ কল্যাণ সংঘের বার্ষিক বনভোজনে অতিথি হিসেবে উপস্তিত ছিলেন হ্যামট্রামিক সিটির কাউন্সিলর প্রার্থী নাইম চৌধুরী, শাব্বির খান, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস তালুকদার, মিনহাজ রাসেল চৌধুরী, টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা সহ উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উক্ত বনভোজনটি সফল করতে সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ পিন্টু, তানভির কুরেশী মনির, ডি এম শুভ, হারুনুর রশিদ, ঝিলন তালুকদার, বেলায়েত হোসেন সজল, মোহাম্মদ রাজিব, রুমি খান, মারুক হোসেন, নাজমুল হোসেন অনু এবং ইয়াসিন আল হাবিব।
আনুষ্ঠানে আগেতো সকলকে এবং বনভোজনকে সফল করতে যারা সহযোগিতা এবং স্পন্সর করেছেন ঢাকা বিভাগ কল্যাণ সংঘের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানান।


