মিশিগানে ইহদিনার ব্যতিক্রমী আয়োজন ‘স্পোর্টস ডে’ সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৫, ৪:৩৭:৪০ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: মিশিগানে ইহদিনার উদ্যোগে প্রথমবারের মতো সফলভাবে সম্পন্ন হয়েছে একটি ব্যতিক্রমধর্মী আয়োজন যা মুলত ছিলো সুস্থ সংস্কৃতি, শরীরচর্চা ও হালাল বিনোদনকে ঘিরে।
২০ জুলাই, রবিবার (২০২৫) যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির হলমিচ পার্কে ইসলামিক হেল্পিং ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অফ নর্থ আমেরিকা (ইহদিনা) দিনব্যাপী এই বিশেষ আয়োজন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নানা আনন্দঘন ও স্বতঃস্ফূর্ত কার্যক্রমের মাধ্যমে দিনটি উদযাপিত হয়। শিশু, কিশোর, যুবক, তরুণ ও সিনিয়র নাগরিক সবাই অংশগ্রহণ করেন এই আয়োজনের বিভিন্ন পর্বে, যেখানে শরীরচর্চা, খেলাধুলা এবং পারিবারিক বিনোদন একত্রে মিশে যায়।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে, এরপর দিনব্যাপী আকর্ষণীয় সব আয়োজনের মধ্যে ছিলো ফুটবল টুর্নামেন্ট, ভলিবল, হাড়িভাঙ্গা, শিশু ও বড়দের দৌড় প্রতিযোগিত, দড়ি টানাটানি সহ উপভোগ্য শরীরচর্চামূলক কার্যক্রম। দিনের এক বিশেষ পর্বে অনুষ্ঠিত হয় একটি সংক্ষিপ্ত দাওয়াহ সেশন, যেখানে যুবকদের উদ্দেশ্যে বাংলা ও ইংরেজি ভাষায় কুরআন ও হাদীসের আলোকে কিছু অনুপ্রেরণামূলক নসিহত ও বার্তা তুলে ধরা হয় যা ছিল হৃদয়স্পর্শী ও বাস্তবধর্মী। যোহর ও আসরের নামাজ পার্কের মধ্যে সুন্দর ও মনোরম পরিবেশে জামাতে আদায় করা হয়।
এই আয়োজনে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, কমিউনিটি এক্টিভিস্ট, সিটি অফিসিয়ালগণ ও উলামায়ে কেরাম। আগোতো এই রকম ব্যাতিক্রমধর্মী আয়োজনের প্রশংসা ও ধন্যবাদ জানান। পরিশেষে দোয়ার মাধ্যমে আয়োজনটির আনুষ্ঠানিক ভাবে সমাপ্তি ঘোষণা করা হয়।


